Dark Circles Remedies: চোখের কোলে কালি নিয়ে চিন্তায়? সহজ ঘরোয়া উপায় জানাচ্ছেন বিশেষজ্ঞরা
ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ কমলালেবুর রস চোখের কোলের কালি দূর করতে দারুণ উপকারী। কলমালেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে তুলোয় করে চোখের নিচে ব্যবহার করুন। কালি দূর করার সঙ্গে সঙ্গে ত্বকও উজ্জ্বল হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোখের কোলের কালি থেকে বয়সের ছাপ। ত্বকের পরিচর্যায় দুর্দান্ত উপকারী নারকেল তেল। কয়েক ফোঁটা নারকেল তেল সারারাত চোখের চারপাশে লাগিয়ে রাখুন। সকালে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
শশার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে ব্যবহার করুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। মনে রাখবেন, শুধু লেবুর রস কখনওই চোখের নিচে ব্যবহার করবেন না।
প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আলু ত্বকের জন্য খুবই উপকারী। আলুর টুকরো কেটে চোখের উপর রাখতে পারেন আবার আলুর রস তুলোয় করে চোখের নিচে ব্যবহার করতে পারেন। ১০ মিনিট পরে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
টি-ব্যাগ শুধুই চা খাওয়ার জন্য নয়, ত্বকের উপকারেও কাজে লাগে টি ব্যাগ। ফ্রিজে ৩০ মিনিট টি ব্যাগ রেখে ঠান্ডা করে নিন। তারপর সেই টি ব্যাগ চোখের উপর ১০ মিনিট রেখে দিন। প্রতিদিন ২ বার করে টি ব্যাগ ব্যবহার করলেই গায়েব হবে চোখের কোলের কালি।
বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ডার্ক চকোলেট। তাই চোখের কোলে যাতে কালি না পড়ে, তার জন্য খেতে পারেন ডার্ক চকোলেট।
দিনে দুবার করে শশার টুকরো চোখের উপর রেখে দিন। কয়েকদিন নিয়মিত অভ্যাস করলেই দেখবেন ভ্যানিশ হয়ে গিয়েছে চোখের নিচের কালো দাগ।
শুধু সুগন্ধই নয়, ত্বকের পরিচর্যায় কার্যকরী গোলাপজল। দিনের দুবার গোলাপজল তুলোয় ভিজিয়ে চোখের চারপাশে লাগান। নিজেই তফাতটা বুঝতে পারবেন।
শরীরে ভিটামিন এ-র ঘাটতি পূরণ করে দুধ। প্রথমে ফ্রিজে রেখে দুধ ঠান্ডা করে নিন। তারপর তুলোয় ভিজিয়ে সেই ভেজা তুলো চোখের উপর রেখে দিন ১৫ মিনিটের জন্য। চোখের কোলের কালি দূর করে ত্বক উজ্জ্বল করবে।
চোখের কোলের কালি দূর করতে শুধু টমেটোর রস ব্যবহার করতে পারেন। আবার টমেটোর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রসও মিশিয়ে ব্যবহার করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -