Health Tips: ঠান্ডায় হতে পারে অসুখ, কীভাবে যত্ন নেবেন পোষ্য সারমেয়র?
শীতকালে (Winter) আমাদের যেমন ঠান্ডা লাগে, তেমনই ঠান্ডা লাগে ওদেরও। শীতকাল পড়লেই মানুষের মতো কুকুরদেরও (Dog) ঠান্ডা লাগা এবং আরও নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে, যেহেতু কুকুরের গায়ে লোম থাকে, তাহলে বুঝি ওদের ঠান্ডা লাগে না। মানুষের থেকে ঠান্ডা সহ্য করার ক্ষমতা অনেক বেশি নাকি ওদের মধ্যে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সঠিক নয়।
প্রজাতি অনুযায়ী কুকুরের গায়ের লোমের হেরফের হয়। কারও লোম পাতলা হয়, কারও ঘন। যাদের গায়ের লোম পাতলা, তাদের ক্ষেত্রে এই সময়ে সোয়েটার ব্যবহার খুবই জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, যদি সারমেয়কে বাড়ির বাইরে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই সোয়েটার পরিয়ে নিয়ে যাওয়া দরকার।
বিশেষজ্ঞদের মতে, কুকুরকে শীতকালে খুব সকালে কিংবা সন্ধেবেলা হাঁটতে নিয়ে যাওয়া উচিৎ নয়। একটু বেলার দিকে কিংবা দুপুরের দিকে বাইরে নিয়ে যেতে পারেন। অর্থাৎ, সূর্যের আলো থাকতে থাকতে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। সূর্যের আলো যেমন তাপমাত্রা দেয়, তেমনই শরীরে ভিটামিন ডি-এর ঘাটতিও পূরণ করে।
বাড়ির পোষ্য সদস্যটির জন্যও শীতকালে সঠিক বিছানার প্রয়োজন। ঠান্ডা থেকে ওদের রক্ষা করতে সঠিক কম্বল ব্যবহার করতে পারেন।
শীতকালে সারমেয়র ত্বকও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুষ্ক হয়। এক্ষেত্রে ত্বক শুষ্ক হয়ে গেলে তা খসখসে লাগে। ত্বকের সমস্যার জন্য বিশেষজ্ঞরা নারকেল তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তবে, অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার।
ঠান্ডার আবহাওয়ায় সারমেয়রাও অলসভাবে দেখাতে পারে। কিন্তু এই সময়ে ওদের শরীরচর্চা করারও প্রয়োজন। তাই বাড়ির মধ্যেই ওদের সঙ্গে খেলা করা দরকার সময় বের করে।
আমাদের মতো ওদেরও শীতকালে প্রচুর জল খাওয়া প্রয়োজন। গরমকালের মতো শীতকালেও যাতে ওরা পর্যাপ্ত পরিমাণে জল খায়, সেদিকে নজর দিতে হবে।
অনেক সময়ই শীতকালে নানা অ্যালার্জির সমস্যা দেখা দেয় সারমেয়দের মধ্যে। অ্যালার্জির সমস্যা প্রতিরোধ করতে এই সময়ে যত কম বাইরে বেরনো যায় তত ভালো। বাইরে বেরলে থাবা সঠিকভাবে পরিস্কার করতে ভুলবেন না।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -