এক্সপ্লোর
Liver Damage Symptoms: বিপদের মুখে লিভার, ড্যামেজ হওয়ার আগে কোনও লক্ষণ প্রকাশ পায় কি ?
Liver Damage Symptoms Health Care: লিভার ড্যামেজ হলে বুঝবেন কীকরে ? জানালেন চিকিৎসক
বিপদের মুখে লিভার, ড্যামেজ হওয়ার আগে কোনও লক্ষণ প্রকাশ পায় কি ?
1/10

লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যা শরীরের ৫০০ টিরও বেশি কাজ করে থাকে। হজমের পাশাপাশি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করা থেকে শুরু করে পিত্ত উৎপাদনেও বড় ভূমিকা নেয়।
2/10

বলার অপেক্ষা রাখে না, লিভারের রোগ হলে আমাদের শরীরের কী পরিমাণ ক্ষতি হতে পারে। তবে ফ্যাটিলিভার , হেপাটাইটিস এবং লিভার সিরোসিসের মতো রোগ সাম্প্রতিককালে প্রচুর বৃদ্ধি পাচ্ছে। তবে লিভার ড্যামেজ হওয়ার আগে কিছু লক্ষণ দেখা দেয়।
3/10

জয়পুরের নারায়ণ মাল্টিস্পেশালিটি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎক প্রবীণ গুপ্ত জানিয়েছেন, লিভার রোগের ক্ষতির প্রাথমিক লক্ষণ হল একটানা ক্লান্তি এবং দুর্বলতা।
4/10

লিভার ঠিকভাবে কাজ না করলেই শরীরে বিষাক্ত পদার্থ জমা হতে শুরু করে। যার জেরে কোনও কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি চলে আসে বলেই জানিয়েছেন চিকিৎসক।
5/10

সাধারণত আমাদের ত্বক ও চোখে ভিতরে হলুদ ভাব এলে লিভারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলে ধরে নেওয়া হয়। জন্ডিশ অনেকক্ষেত্রেই হেপাটাইটিস বা লিভার সিরোসিসের লক্ষণ হতে পারে।
6/10

আমাদের লিভার যখন ক্ষতিগ্রস্থ হয়, তখন শরীর থেকে সম্পূর্ণরুপে বিষাক্ত পদার্থ অপসরণ হয় না, এসময় বমি বমিভাব হতে পারে। রাতের বেলায় এমন লক্ষণ দেখা যায়।
7/10

লিভারে পিত্ত লবণের মাত্রা বেড়ে গেলে ত্বকে চুলকানি হতে পারে। মূলত সিরোসিসের প্রাথমিক মুহূর্তে এমনটাই উপসর্গ দেখা যায়।
8/10

লিভার ক্ষতিগ্রস্থ হলে মলের রঙেও পরিবর্তন আসে। প্রসাবের রঙও বদল হয়। লিভার ক্ষতিগ্রস্থ হলে মলের রঙ কাদার মতো হতে পারে। প্রসাবের রঙ গাঢ় হলুদ হয়।
9/10

লিভার ক্ষতিগ্রস্থ হলে মলের রঙেও পরিবর্তন আসে। প্রসাবের রঙও বদল হয়। লিভার ক্ষতিগ্রস্থ হলে মলের রঙ কাদার মতো হতে পারে। প্রসাবের রঙ গাঢ় হলুদ হয়।
10/10

পাশাপাশি লিভার ক্ষতিগ্রস্থ হলে আমাদের পা ও গোঁড়ালি অনেকসময় ফুলে যায়। এটিও মূলত লিভার ড্যামেজের আরও একটি লক্ষণ।
Published at : 30 Jun 2025 09:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















