Stop Vomiting : গাড়িতে উঠলেই বমি বমি ভাব ? ঝটপট এই ঘরোয়া টোটকাগুলি ট্রাই করুন

গাড়িতে উঠলেই বমি বমি ভাব ?

1/10
ডিহাইড্রেশন বমি বমি ভাব আরও বাড়াতে পারে। যদি আপনার বমি বমি ভাব হয়, তাহলে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ তরল খেতে হবে।
2/10
ট্রেন বা বাসে গাড়ির গতির বিপরীতে মুখ করে বসবেন না। মাথা ঘোরার বেড়ে যায়। বমি পেলে জানালার ধারে আসন দেখে বসাবেন শিশুকে।
3/10
মুখের গন্ধ দূর করার জন্য দারচিনি অনেকেই মুখে রাখতে পছন্দ করেন। দারচিনির ঝাঁঝালো গন্ধ বমিভাব দূর করতে সাহায্য করে।
4/10
পুদিনা পাতার তেল বমি ভাব কমায়। হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুঁকুন মাঝে মাঝে। বমি কমবে।
5/10
গাড়িতে চড়লে অনেক বাচ্চার মোশন সিকনেস হতে পারে। বাসে ওঠার আগে একটি কৌটোয় লেবুর টুকরো নিয়ে উঠুন। মাঝে মাঝে শুঁকতে পারেন।
6/10
বাচ্চার বমিভাব থাকলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল বাচ্চার বালিশে লাগিয়ে রাখতে পারেন। বা রুমালে লাগিয়ে শুঁকতে দিন,সে অনেকটা ভাল অনুভব করবে সে।
7/10
আপনার বাচ্চা লবঙ্গ চিবোতে পারে কি ? তাহলে তাকে কয়েকটি লবঙ্গ চিবোতে বা মুখে রাখতে দিন। কয়েকটি লবঙ্গ এক কাপ জলের মধ্যে ফুটিয়ে তার জন্য লবঙ্গ চাও বানিয়ে নিতে পারেন।
8/10
শিশুদের বমি কমাতে একটি ঘরোয়া প্রতিকার এলাচ-দানা। সন্তানের পেট ঠিক রাখতে, গা গোলানো কমাতে সাহায্য করে ছোট এলাচ। বমি কমাতেও সাহায্য করে।
9/10
গা গোলানো, বমি থামাতে আদা দারুণ কাজ করে। কুচি কুচি আদা নিয়ে , অথবা রস বের করে, কয়েক ফোঁটা মধু যোগ করে খেতে পারেন।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola