দেরি করে মা হতে চান? বেশি বয়সী মায়েদের জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
সাধারণত যে বয়সে মা হন মহিলারা এরা প্রত্যেকেই সেই বয়স পেরিয়ে গিয়েছেন। তাহলে? মাতৃত্বের ডেডলাইন কোনটা? ৪০ পেরোলেই কি সন্তানধারণের ইচ্ছেতে ইতি টানাই দস্তুর? পরামর্শ দিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ইন্দ্রাণী দাস এবং ডাঃ সুজাতা ভট্টাচার্য ও মনোবিদ সৃষ্টি সাহা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাঁরা বেশি বয়সে মা হওয়ার কথা ভাবছেন তাঁদের প্রথমেই জীবনযাপনে বদল প্রয়োজন। এছাড়াও, ওজন নিয়ন্ত্রণ, হালকা ব্যায়াম করুন, চিন্তামুক্ত থাকা, ব্লাড প্রেসার, সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি।
বেশি বয়সে মা হওয়ার পরিকল্পনা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিএইচইএ ওষুধ নিতে পারেন হবু মায়েরা। চিকিৎসকদের কথায় বেশি বয়সের মায়েদের ডেলিভারির পরেও বেশ কিছু সমস্যায় পড়তে হয়।
এ ছাড়াও ডায়াবেটিস, উচ্চমাত্রায় কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ওজনের সমস্যা, হাইপারটেনশন, হাই ব্লাডপ্রেসার, ইউট্রাসে টিউমারের সম্ভাবনা, স্তন ক্যান্সারের ঝুঁকি-সহ একাধিক রিস্ক ফ্যাক্টর তৈরি হয়।
সাধারণত ৩৫-এর আগেই মা হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেশি বয়সীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়েই পরবর্তী পরিকল্পনা করুন।
হবু মায়ের হার্ট, লাং, কিডনির কার্যক্ষমতা-সহ অন্য শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই সবুজ সংকেত দেন চিকিৎসকরা।
বেশি বয়সী মায়েদের সদ্যোজাতদের সমস্যার আশঙ্কা থাকে যেমন, বাচ্চার ওজন কম হতে পারে, ডিম্বাণুর গুণমান হ্রাস পাওয়ার কারণে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, সন্তানের ডাউন সিনড্রোম হওয়ার প্রবণতা বাড়ে, বাচ্চার বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -