Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Plant Care: ঘরের শোভা বাড়াতে সাকুলেন্ট পছন্দ? কয়েকটি দিকে খেয়াল রাখলেই সতেজ থাকবে গাছ
ঘরে গাছ রাখলে মন ভাল থাকে। অবসর সময়ও ভাল কাটে। ভাল থাকে ঘরের পরিবেশও। ইন্ডোর প্ল্যান্টের মধ্যেই অন্যতম পছন্দ সাকুলেন্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ ধরনের গুল্ম বা কাঁটাজাতীয় গাছ এটি। বহু প্রজাতি রয়েছে এর। রং, আকারের বিভিন্নতাও অনেক। প্রায় সব সাকুলেন্ট ঘরে থাকে।
ঘরে সাকুলেন্ট রাখতে গেলে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হয়। অন্য গাছগুলির থেকে এদের যত্ন নেওয়া ও দেখভালের চাহিদা ও পদ্ধতি আলাদা।
সাধারণত শুষ্ক অঞ্চলে সাকুলেন্ট হয়। পরিবেশগত কারণেই পাতা, কাণ্ড ও মূলে এদের খাদ্য ও জল সঞ্চিত থাকে।
পাতা থেকে সাকুলেন্টের স্বাস্থ্য বুঝতে হয়। স্বাস্থ্য ভাল থাকলে সাকুলেন্টের পাতা স্ফীত ও এবং পূর্ণ থাকবে। কোনওরকম ছেঁড়া-ফাটা থাকবে না। শুকিয়ে যাবে না।
সাকুলেন্ট রাখার পাত্র বা টবও খুব দেখেশুনে নিতে হবে। এমন টবে রাখতে হবে, যেখান থেকে খুব সহজে জল বেরিয়ে যায়। তেমন না হলে সাকুলেন্টের শিকড় পচে যেতে পারে।
নজর দিতে হবে মাটিতেও। বালি, প্রুমিস এবং পারলাইট, কোকোপিট দিতে মাটি তৈরি করতে হবে। যাতে সাকুলেন্টের শিকড় সহজেই সেখান থেকে জল শুষতে পারে।
সূর্যের আলো সব গাছেরই লাগে। সাকুলেন্টেরও লাগে। ঘরের ভিতরে রাখলেও এমন জায়গা বেছে নিতে হবে। যেখানে পর্যাপ্ত আলো এসে পৌঁছয়।
সাকুলেন্টে খুব বেশি জল লাগে না। জলের মাপ নিয়ে অত্যন্ত সতর্ক হতে হয়। কারণ সামান্য বেশি জলে সাকুলেন্ট নষ্ট হয়ে যেতে পারে। নির্দিষ্ট সময় অন্তর খুব সামান্য জল দিয়ে রাখতে হয়।
টবের মাটিতে জল জমলে সেখানে ছত্রাক তৈরি হতে পারে। ফলে সেখানে যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মাটি পাল্টাতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -