এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Mustard Oil Benefits: বর্ষায় থাকুন সুস্থ, এভাবে স্বাস্থ্যের খেয়াল রাখবে সর্ষের তেল
Health Tips: রান্নার স্বাদ বাড়ানোর অন্যতম হাতিয়ার সর্ষের তেল। যার রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতাও।
ফাইল ছবি
1/8

সর্ষের তেলে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। বর্ষার বিভিন্ন সংক্রমণ শরীর প্রতিহত করতে পারে।
2/8

গরম সর্ষের তেলে রক্ত সঞ্চালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তাহে অত্যন্ত একবার এই পদ্ধতিতে বডি মাসাজ করা যায়। ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়ায় বডি স্টিফনেস দূর হয় এভাবে।
3/8

হজমে সহায়ক এনজাইমকে সক্রিয় করে সর্ষের তেল। এতে পেট ফাঁপা কমতে পারে। বর্ষায় পেটের রোগের আশঙ্কা কমায় সর্ষের তেল। পাশাপাশি সর্ষের তেলের রান্না করা খাবারে হজম ক্ষমতাও বাড়ে।
4/8

ভাইরাল ইনফেকশন দূর করে এই তেল। সর্ষের তেলের স্টিম নিলে সর্দি-কাশি কমে বর্ষাকালে। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে তা কমে এই পদ্ধতিতে।
5/8

বর্ষাকাল মানেই বাতাসে জলীয় বাষ্প এবং আর্দ্রতা বেশি। এই সময় ত্বকে নানা ধরনের সংক্রমণ দেখা যায়। অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, ফাঙ্গাল ইনফেকশন দূর করতে পারে। ত্বককে রক্ষা করে এই তেল।
6/8

বর্ষার আবহাওয়ার জন্য ত্বক শুষ্ক হতে শুরু করে। ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার হতে পারে সর্ষের তেল। ত্বক হাইড্রেট করে এই তেল। যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।
7/8

শুধু ত্বকই নয়, স্ক্যাল্প এবং চুলের স্বাস্থ্যেরও খেয়াল রাখে এই তেল। স্ক্যাল্প মাসাজ করলে খুসকি দূর হয়। কমতে পারে চুলকানিও। তাতে কমে চুল ঝরে যাওয়ার মতো সমস্যাও।
8/8

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 24 Jun 2025 11:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























