Signs of Balding: ভবিষ্যতে টাক পড়বে কি? বয়স ২০-র কোঠায় থাকতেই বোঝা সম্ভব, এই লক্ষণগুলি খেয়াল করুন…

Balding Signs at 20: সময় থাকতেই সতর্ক হোন। লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/10
মুঠো মুঠো চুল ঝরার সমস্যায় জেরবার বহু মানুষই। কিন্তু ভবিষ্যতে মাথা একেবারে ফাঁকা হয়ে যাবে কি না, টাক পড়বে কি না, পুরুষদের ক্ষেত্রে তার লক্ষণ বোঝা যায় ২০ বছর বয়সের পর থেকেই।
2/10
বিশেষ করে মধ্য ২০-তে টাক পড়ার লক্ষণ বোঝা সম্ভব। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য় করতে হবে পুরুষদের। সেই মতো পদক্ষেপ করলে বিপদ কিছুটা অন্তত ঠেকানো সম্ভব হবে।
3/10
কান এবং কপালের মাঝের অংশকে বলা হয় ‘টেম্পল’। ভবিষ্যতে টাক পড়ার সম্ভাবনা থাকলে, সেখানেই তার প্রথম ইঙ্গিত বোঝা যায়। দেখবেন, ওই জায়গায় চুল ক্রমশ পাতলা হচ্ছে।
4/10
বয়স যত বাড়ে কপালের সামনের অংশে চুলের রেখা ক্রমশ পিছু হটতে থাকে। কিন্তু টেম্পলের চুল যখন পাতলা হতে শুরু করে, সেই সঙ্গে চুলের রেখাও পিছোতে থাকবে, দেখবেন কপালের উপরের অংশ ইংরেজির ‘M’ বা ‘U’-এর মতো দেখাচ্ছে।
5/10
মাথার একেবারে উপরের অংশ, যাকে ‘ক্রাউন’ বলা হয়, সেখানকার চুল পাতলা হতে শুরু করলে বুঝবেন টাক পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বেশির ভাগ মানুষের ক্ষেত্রে ওই জায়গাতেই টাক পড়ে প্রথমে।
Continues below advertisement
6/10
সিঁথি যদি ক্রমশ চওড়া হতে শুরু করে, তাহলেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। মহিলাদের মধ্যে বিশেষ করে টাক পড়ার ইঙ্গিত হয় সিঁথি চওড়া হয়ে যাওয়ার মধ্যেই।
7/10
চুলে চিরুনি চালানোর উপায় নেই। তাহলেই মুঠো মুঠো চুল উঠে আসছে? সতর্ক হোন। কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা বা কোনও শারীরিক অসুস্থতা থেকেও এমনটা হতে পারে।
8/10
ভুরু, দাড়ি-সহ শরীরের অন্য অংশের রোমও কি পাতলা হচ্ছে? এক্ষেত্রে নেপথ্য কারণ হতে পারে অসুস্থতা।
9/10
মাথার একটি জায়গা বার বার চুলকায়? সেখানে চুল ফাঁকা হয়ে যাচ্ছে? এক্ষেত্রে সূর্যের অতিবেগুনি রশ্মিই দায়ী। তরল বা পাওডার সানস্ক্রিন লাগাতে পারেন।
10/10
বয়স ২১ ছোঁয়ার আগেই ২৫ শতাংশ পুরুষের মধ্যে টাক পড়ার লক্ষণ দেখা যায়। জিন-গত কারণ এর জন্য দায়ী হতে পারে, আবার অন্য কারণও থাকতে পারে। তাই লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করানোর সুযোগ থাকে। (ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)
Sponsored Links by Taboola