Yami gautam wedding look: বিয়েতে ইয়ামি গৌতম পরেছিলেন দিদার ওড়না, নথ আর মায়ের ৩৩ বছরের পুরানো শাড়ি
বলিউডে জমকালো বিয়ে নতুন কোনও ঘটনা নয়। ঐশ্বর্য-অভিষেক থেকে শুরু করে করে সোনম কপূর ও আনন্দ আহুজার বিয়ের উৎসব বেশ কয়েকদিন ধরেই চলেছিল। কিন্তু ইয়ামি গৌতম আদিত্য ধরকে খুবই সাদামাটা অনুষ্ঠানে বিয়ে করেছেন। খুবই কম লোক ও ঘনিষ্ঠরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (ছবি সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের প্রায় দেড় মাস পর ইয়ামি বিয়ে নিয়ে বেশ কিছু কথা জানিয়েছেন। আর এই একান্ত অনুষ্ঠানে বিয়ের ব্যাপারে ইয়ামি নিজেই ছবি শেয়ার করে জানিয়েছিলেন। ছবি সামনে আসতেই তাঁর ব্রাইডাল লুক ভাইরাল হয়েছিল। (ছবি সোশ্যাল মিডিয়া)
ইয়ামি গৌতমকে একেবারেই পাহাড়ি কনের বেশে দেখা গিয়েছিল। আর এই লুকের ক্ষেত্রে হাত ছিল তাঁর মা ও দিদার। ইয়ামি বিয়েতে মায়ের ৩৩ বছরের পুরানো শাড়ি পরেছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
আর তাঁর মাথায় যে ওড়না ছিল, যে নথ পরেছিল, তা তাঁর দিদার। ইয়ামিকে এগুলি দিয়েছিলেন তাঁর দিদা। ইয়ামির দাদি অনেক আগে থেকেই ওই নথ তৈরি করিয়েছিলেন। তিনি চেয়েছিলেন, বিয়েতে এই নথই পরুন ইয়ামি। (ছবি সোশ্যাল মিডিয়া)
পারিবারিক ঐতিহ্য ও রীতিনীতি মেনে যাতে বিয়ে হয়, সেদিকে খেয়াল রেখেছিলেন ইয়ামি। (ছবি সোশ্যাল মিডিয়া)
কনের বেশে দারুণ সুন্দর দেখিয়েছে ইয়ামিকে। বিয়েতে মেকআপ নিজেই করেছিলেন ইয়ামি। (ছবি সোশ্যাল মিডিয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -