শত্রু সেই চিন, বঙ্গোপসাগরে 'মালাবার-২০' নৌমহড়া শুরু করল ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া
এই মহড়ায় সারফেস, অ্যান্টি-সাবমেরিন ও অ্যান্টি-এয়ার ওয়ারফেয়ার অপারেশন্স সহ আধুনিক নৌ-রণনীতির বিভিন্ন কৌশল নিয়ে পারস্পরিক পারদর্শিতা বৃদ্ধি করবে এই চার দেশ। দ্বিতীয় দফা চলতি মাসের মাঝামাঝি হবে আরবসাগরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহড়ায় যোগ দিয়েছে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জন ম্যাককেন, অস্ট্রেলিয়ার শক্তিশালী ফ্রিগেট এইচএমএএস বালারাত এবং জান নৌসেনার ডেস্ট্রয়ার ওনামি।
মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌসেনার ডেস্ট্রয়ার, ফ্রিগেট, অফ-শোর প্যাট্রল ভেসেল, ফ্লিট সাপোর্ট শিপ ও সাবমেরিন। এছাড়া রয়েছে অ্যাডভান্সড জেট ট্রেনার, অত্যাধুনিক নজরদারি বিমান পি-৮আই ও হেলিকপ্টার।
এই মহড়া এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ, চার দেশই চিনের আগ্রাসী নীতির চরম বিরোধী। বিশেষ করে, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সমুদ্র দখল সংক্রান্ত বিবাদ ও সংঘাত চলছে।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মহড়া, যার প্রথম ধাপের পোশাকী নাম মালাবার-২০। ভারত ছাড়া এই মহড়ায় অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার নৌবাহিনী। চার দেশ মিলে তৈরি করেছে বিশেষ সহযোগিতাপূর্ণ সংগঠন কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা সংক্ষেপে কোয়াড কোয়ালিশন।
চিন সংঘাতের আবহেই আধুনিক রণকৌশল অঙ্গ হিসেবে বঙ্গোপসাগরে তিন দেশের সঙ্গে নৌ-মহড়া শুরু করল ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -