সিংহের খাঁচায় জীভা আর সাক্ষী ধোনি, খাবার দেখে বিশাল হাঁ করে এগিয়ে এল...
সিংহ শাবককে নিজে হাতে দুধ খাইয়েছেন। সাক্ষীকে সিংহ শাবককে আদর করতেও দেখা গিয়েছে। সব ছবি সাক্ষী ও জীভার ইনস্টাগ্রাম থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিরাফের প্রেমে সাক্ষী এমন মজলেন যে, খুনসুটিও করলেন। মুখে ধরে রইলেন গাছের ডাল। আর সেই ডাল থেকেই পাতা ছিঁড়ে খেল জিরাফ।
বন্যপ্রাণীদের সঙ্গে খোশমেজাজে ধোনি-পত্নী।
বন্যপ্রাণীদের এনক্লোজারে সময় কাটাতে দেখা গেল সাক্ষীকে।
শ্বেত ভালুকের সঙ্গে সাক্ষী।
জিরাফকে খাওয়ানোর ফাঁকে আদর করতে দেখা গেল সাক্ষীকে।
চিড়িয়াখানার পরতে পরতে ছিল রোমাঞ্চ। সাক্ষী যেমন নিজে খাওয়ালেন হিংস্র কুমীরকে।
জীভাকে নিয়ে সম্প্রতি দুবাইয়ের চিড়িয়াখানায় হাজির হয়ে গিয়েছিলেন সাক্ষী।
সাক্ষী-জীভাকে দেখে বন্যপ্রাণীরাও যেন খুশি। সেলফি তোলার সময় ভালুকও যেন পোজ দিয়ে ফেলল।
দুবাই ওয়াইল্ডলাইফ পার্কে বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল সাক্ষী ও জীভাকে।
আইপিএল শেষ হয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহিতে থেকে গিয়েছে ধোনি পরিবার। কন্যা জীভা ও স্ত্রী সাক্ষীকে নিয়ে ছুটির মেজাজে মহেন্দ্র সিংহ ধোনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -