ছবিতে দেখুন-গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে টানা ২০ বছর পেরলেন মোদি
কোনও বিরতি নেই। একটানা ২০ বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে রয়েছেন তিনি। ৭ অক্টোবর ২০০১ থেকে ৭ অক্টোবর ২০২০। তিনি নরেন্দ্র দামোদরদাস মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাতের বিধানসভা নির্বাচনে পরপর ৩ বার জয় পেয়েছেন। ২০০২, ২০০৭, ২০১২ তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমের এই রাজ্যে।
তবে ২০০১ সালের সাত অক্টোবর তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তারপর ইতিহাস।
২০১৩ সালে তাঁকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দল।
বিজেপি নেতৃ্ত্বাধীন এনডিএ –র তিনিই ছিলেন মুখ। ঘরে-বাইরে তখন তুঙ্গে মোদির জনপ্রিয়তা।
কিন্তু তাকে মিথ্যা প্রমাণ করেন মোদি। আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফিরে আসে বিজেপি।
২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার পরাজিত হয়। ২০১৯ সালে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছিলেন মোদি হাওয়া আগের মতো ততটা জোরালো নেই।
ফলে ২০০১ থেকে টানা তিনবার গুজরাত সরকারের প্রধান হিসেবে এবং ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে টানা ক্ষমতায় রয়েছেন মোদি।
প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে আজ লেখা হয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর আশা-আকাঙ্খা পূরণে মন দিয়েছেন মোদি। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস, কৃ্ষি্ ক্ষেত্র, কয়লা ক্ষেত্রে সংস্কার, কর সংস্কার, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরস্কার –সহ আরও নানান কাজ করেছেন।
ওই নিবন্ধে লেখা হয়েছে প্রধানমন্ত্রী মোদি বরাবর জনগণের স্বার্থরক্ষার কথা ভাবেন।
নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, ’’ভারতের ইতিহাসে ৭ অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দিন।এই দিনে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেদিন থেকেই জনগণ ও দেশের সেবায় মাইলস্টোন সংযোজিত হয়েছে। কোনও থামা নেই। বিশ্রাম নেই। মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি। ২০ -তম বছর নমোর।‘‘
আর সেটা নিশ্চিত করতে গিয়ে জনধন যোজনা, জন সুরক্ষা যোজনা, উজালা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন।
সাল ২০০১। তেমনভাবে প্রচারের আলোয় নেই তিনি। ছবিটা আচমকা বদলে দিল গুজরাতের ভুজে ভূমিকম্প। ত্রাণ বিলি, উদ্ধার কাজ, পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া মানুষটি জনসমর্থনের ভিত তৈরি করলেন।
করোনা উদ্ভূত পরিস্থিতিতেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি, খাদ্যশস্য সরবরাহ, কৃষক, পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে মোদির সরকার।
প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে আত্মনির্ভর ভারত-এর প্রসঙ্গ উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর সফল যাত্রাপথের কাহিনী তুলে ধরা হয়েছে ছত্রে ছত্রে।
এদিন সরকারে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -