মধুমিতার নয়া লুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটোশ্যুটের ঝলক
কেবল অভিনয় নয়, ইন্ডাস্ট্রির অন্যতম পছন্দের মডেলও এখন মধুমিতাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীতে দেবদাস ও একটি খুনের গল্প ছবিতে দেখা যাবে তাঁকে।
লাভ-আজ কাল পরশু ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন মধুমিতা। তাঁর অভিনীত 'পাখি' চরিত্র ছোটপর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ফটোশ্যুট মুহূর্তে ভাইরাল হয়। টেলিপাড়ার গন্ডি ছাড়িয়ে রূপোলি পর্দাতেও পা জমিয়েছেন তিনি। মধুমিতা সরকার। সামনে এল তাঁর নয়া লুকের ছবি।
সম্প্রতি মহালয়ার অনুষ্ঠানে সীতা রুপে অনুরাগীদের নজর কেড়েছিলেন মধুমিতা। স্নিগ্ধ মধুমিতার সেই লুকের ছবিও ভআইরাল হয়েছিল।
ভিডিওতে নিজস্ব স্টাইলে ধরা দিয়েছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় এখন অন্যতম জনপ্রিয় টলি নায়িকা তিনি।
সূত্রের খবর, নিজের লুকেও পরিবর্তন এনেছেন মধুমিতা। ভিডিয়োর টিজার পোস্টের পর নেটাগরিকদের মধ্যে তার তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখছেন, “এই ভিডিয়ো করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে মারাত্মক ভাবে সাহায্য করবে…ট্রায়াল পরীক্ষার কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হোক!”
নতুন ফটোশ্যুটের একটি ভিডিওর ঝলক প্রকাশ হতেই তা সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে।
স্টুডিও লাইটস, কালো পোশক আর কোহল চোখের মধুমিতার এই ভিডিও মাত্র ৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -