26 Years Of DDLJ: ২৬টি বছর পার করেও এখনও হিট রুপোলি পর্দার রাজ-সিমরন
সম্প্রতি ২৬ বছর পার করল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি। শাহরুখ খান ও কাজল অভিনীত ছবিটি আদ্যোপান্ত একটি প্রেমের গল্প।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবিটি পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। যিনি বিখ্যাত প্রযোজক প্রয়াত শ্রী যশ চোপড়ার ছেলে।
সবরকমের বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছিল এই ছবিটি। এছাড়াও বলিউডের একমাত্র ছবি যা সবচেয়ে বেশি সময় ধরে সিল্ভার স্ক্রিনে চলেছিল।
রাজ-সিমরনের প্রেমের কাহিনির সঙ্গে মানুষ এতটাই একাত্ম হয়ে গিয়েছিল যে এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল।
শাহরুখ ও কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছে অমরীশ পুরী, ফারিদা জালাল, অনুপম খের, সতীশ শাহ, মন্দিরা বেদি সহ আরও অনেক নামি-দামি কলা কুশলী।
১০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ আরও অন্যান্য অনেক অ্যাওয়ার্ড পেয়েছে।
শাহরুখ ও কাজলের প্রেম ও সম্পর্কের রসায়ন এই ছবির মূল ইউএসপি। এছাড়া দুর্দান্ত কাস্ট ও অসাধারণ গানগুলি ছবিটির হিট হওয়ার পেছনে অন্যতম কারণ।
নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া এই ছবিটি এখনও মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে চলছে।
শাহরুখের কেরিয়ারের শুরুর দিকের ছবি ডিডিএলজে। এমনকী বলা যেতে পারে যে এই ছবিতেই প্রথম হিরো ইমেজ দেখা গিয়েছিল তাঁর।
শাহরুখ, কাজল ২ জনেই বলিউডে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন। এই হিট জুটির অন্যান্য ছবি হল - বাজিগর, কুছ কুছ হোতা হে, কভি খুশি কভি গম, দিলওয়ালে, মাই নেম ইজ খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -