Bhawanipur By-Election 2021: হেসেখেলে ভবানীপুরে জয়, শুভেচ্ছা বন্য়ায় ভাসলেন মমতা
মমতাদির জয়ই সত্যের জয়, টুইটে শুভেচ্ছা অখিলেশ যাদবের। সমাজবাদী পার্টির নেতা লিখেছেন, এটাই 'সত্যমেব জয়তে' রীতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার কাণ্ডারিকে ভারতকাণ্ডারি করেছে এই জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই মন্তব্য পার্থর
''বিজেপির ভোট কমলেও শতাংশের বিচারে বামেদের ভোট কমেনি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা'', মন্তব্য শ্রীজীব বিশ্বাসের
বড় বড় কথা বলে নিক ওরা, ফল ঘোষণা হলেই বোঝা যাবে, তৃণমূলকে কটাক্ষ দিলীপের। তবে ভোটের ফলাফলের পরে দিলীপ ঘোষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সবাই ভোট দিতে পারেনি', মমতাকে জয়ের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে। হারের পর এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
''ফলাফল প্রত্যাশিতই ছিল। বিশাল ব্যবধানে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। এর থেকেই প্রমাণ যে, বাংলা নিজের মেয়েকে চায়'', ট্যুইটারে লিখলেন ব্রাত্য বসু।
'বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর বেঙ্গল, বি ফর ভারত', চওড়া হাসি মদনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর বার্তা কামারহাটির তৃণমূল বিধায়কের।
'মমতা বন্দ্যােপাধ্যায়কে আর বাংলায় আটকে রাখা যাবে না', মন্তব্য ফিরহাদ হাকিমের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -