Happy Holi 2022: প্রাচীন ভারতে কেমন ছিল হোলি?
হোলি উৎসব ভারতে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। ১৭৮৮ সালের কাংরা পেইন্টিং সেই ইতিহাসই তুলে ধরেছে। এই ছবিতে দেখা যাচ্ছে, রাধা-কৃষ্ণ হোলি উৎসব পালন করছেন। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রজধামে মহাসমারোহে পালিত হয় হোলি। এখানে কৃষ্ণ বড় হয়ে উঠেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে, গোপীদের সঙ্গে হোলি উৎসবে মেতে কৃষ্ণ। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
এই ছবিতে দেখা যাচ্ছে, সবার সঙ্গে হোলি খেলছেন রাধা-কৃষ্ণ। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
হিমাচল প্রদেশের পাহাড়ি রাজ্য গুলেরের একটি পুরনো ছবিতে দেখা যাচ্ছে, ব্রজধামে হোলি খেলছেন কৃষ্ণ। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
প্রাচীন ভারতে কীভাবে হোলি খেলা হত, তার নিদর্শন এই ছবিটি। ছবি সৌজন্যে বিশ্বজিৎ দাস/উইকিমিডিয়া কমনস
১৮০৮ সালে আঁকা এই ছবিটিতে দেখা যাচ্ছে, সঙ্গীদের নিয়ে হোলি খেলছেন রাওয়াত গোকল দাস। ছবিটি আঁকেন রাজস্থানের উদয়পুরের রাজপুত শিল্পী বাগতা। তিনি দেবগড়ের রাওয়াত সাম্রাজ্যের রাজসভায় শিল্পী হিসেবে ছিলেন। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
১৭৯৫ সালে আঁকা এই ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বাড়িতে সবাই মিলে হোলি খেলছেন। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
রাজস্থানের উদয়পুরে প্রাচীনকালে কীভাবে হোলি খেলা হত, তার নির্দশন এই ছবিটি। ছবি সৌজন্যে David.Clay.Photography/উইকিমিডিয়া কমনস
এই ছবিতে দেখা যাচ্ছে, রাজা বা রাজপুত্র তাঁদের রাজপ্রাসাদে মহিলাদের সঙ্গে হোলি খেলছেন। ছবি সৌজন্যে উইকিমিডিয়া কমনস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -