Amarnath Yatra 2021: এবারের অমরনাথ যাত্রা শুরু ২৮ জুন
২৮ জুন থেকে শুরু হতে চলেছে এবারের অমরনাথ যাত্রা। শেষ হবে ২২ অগাস্ট রাখির দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহার উপস্থিতিতে রাজভবনে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে এ বছরের অমরনাথ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ এপ্রিল থেকে শুরু হবে এবারের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্কের বাছাই করা ৪৪৬টি শাখায় অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করা যাবে।
গত বছর করোনা আবহে অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যায়। এবার তাই যাত্রা নির্বিঘ্নেই হবে বলে আশা করছেন পুণ্যার্থীরা।
গতবার অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল ২১ জুলাই। ৩ অগাস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি।
এবার করোনা সতর্কতা মেনেই অমরনাথ যাত্রা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অমরনাথ যাত্রার লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়া সকালে ভার্চুয়াল দর্শন এবং সন্ধেবেলা আরতি দেখা যাবে।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে পুরোহিতদের প্রতিদিনের প্রণামী এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তীর্থযাত্রীদের জন্য একটি অ্যাপও তৈরি করার কথা জানানো হয়েছে। সেই অ্যাপ থেকে অমরনাথ যাত্রার বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -