Russia on Ukraine Crisis: ইউক্রেনে ধ্বংসলীলা জারি রাশিয়ার, পথে সাধারণ মানুষ
যাবতীয় হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইউক্রেনে ধ্বংসলীলা জারি রেখেছে রাশিয়া। রাজধানী কিভে টিভি টাওয়ারে রুশ হামলা। মৃত্যু হয়েছে পাঁচজনের। আহত আরও পাঁচজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিভের ১৪৯ কিলোমিটার দূরে জোরেমার শহরে রুশ বিমান হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি বহুতল।
রুশ হামলা রুখতে পথে নেমেছে ইউক্রেনের সাধারণ মানুষ। নিপ্রো শহরের বাসিন্দারা স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে নেমেছেন। সেনাবাহিনীর কাছে বেসিক কমব্যাট ট্রেনিং নিয়ে কেউ তুলে নিয়েছেন বন্দুক, কেউ বানাতে শিখেছেন মলোটভ ককটেল বোমা অথবা হাত পাকিয়েছেন গ্রেনেড ছোড়ায়।
রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বদ্ধপরিকর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে তিনি দ্বিতীয়বার শান্তি বৈঠকে বসার আগে রাশিয়ার গোলাবর্ষণ থামানোর আর্জি জানিয়েছেন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া। মাইক্রোসফট, গুগলের পর এবার রাশিয়ায় যাবতীয় সামগ্রী সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ করল অ্যাপল, ফোর্ড ও নাইকি।
বন্ধ করা হল ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের রাশিয়ার শাখা। রুশ ব্যাঙ্কে মাস্টার কার্ড ও ভিসা কার্ডের পরিষেবাও বন্ধ।
ক্রীড়া ক্ষেত্রেও প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা, বিশ্ব টেনিস সংস্থা ও আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের তরফে রাশিয়া ও বেলারুশের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আমেরিকার আকাশসীমায় রুশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরই মধ্যে ভারতের মেডিক্যাল শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রুশ গোলাবর্ষণে নিহত নবীন শেখরাপ্পার বাবা। তাঁর অভিযোগ, মেডিক্যালে ভর্তি হতে ভারতে যেখানে কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে, সেখানে অনেক কম টাকায় বিদেশে তারা ডাক্তারি পড়ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -