Indian Army: ৪২ বছর পর অবসর জেনারেল নরবণের, নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে
জেনারেল মনোজ মুকুন্দ নরভনের অবসরের পর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মনোজ পাণ্ডে। ছবি সৌজন্যে এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের ২৯ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মনোজ পাণ্ডে। কোর অফ ইঞ্জিনিয়ারস থেকে প্রথম অফিসার হিসেবে সেনাপ্রধান হলেন তিনি। ছবি সৌজন্যে এএনআই
সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার শেষ করে অবসর নেওয়ার দিন স্ত্রী বীণা নরবণের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দের সঙ্গে দেখা করেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। ছবি সৌজন্যে রাষ্ট্রপতি ভবন
সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার ছাড়ার দিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দেখা করেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। ছবি সৌজন্যে https://twitter.com/rajnathsingh
৪২ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ট্যুইট করে তাঁর সেই অবদানকে স্বীকৃতি জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ছবি সৌজন্যে https://twitter.com/rajnathsingh
ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। ছবি সৌজন্যে পিটিআই/বিজয় বর্মা
দেশের ২৭ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে জেনারেল মনোজ মুকুন্দ নরবণেকে। লাদাখ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে চিনের সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতীয় সেনা। ছবি সৌজন্যে পিটিআই/বিজয় বর্মা
জেনারেল মনোজ মুকুন্দ নরবণে সেনাপ্রধান থাকাকালীন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ হয়। চিনা আগ্রাসনের মোকাবিলা করতে হয় ভারতীয় সেনাবাহিনীকে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
গতকাল সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার শেষ করে অবসর গ্রহণের আগে সাউথ ব্লকে জেনারেল মনোজ মুকুন্দ নরবণেকে গার্ড অফ অনার দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
গার্ড অফ অনার গ্রহণের সময় বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
১৯৬০ সালের ২২ এপ্রিল জন্ম হয় জেনারেল মনোজ মুকুন্দ নরবণের। তাঁর বাবা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার। পুণের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেন জেনারেল নরবণে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
২৮ মাস ধরে সেনাপ্রধান ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। আফগানিস্তান ফের তালিবানের দখলে যাওয়া, ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন ব্যবহার করে নাশকতামূলক কাজকর্ম, সংঘর্ষ-বিরতি লঙ্ঘন সহ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তাঁকে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -