Yuzbendra Dhanshree Pics: এয়ারপোর্টে স্বামী যুজবেন্দ্র চাহালকে দেখেই জড়িয়ে ধরলেন ধনশ্রী ভার্মা
বিমানবন্দরে যুজবেন্দ্র চাহালকে দেখেই তাঁকে জড়িয়ে ধরলেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচাহাল শহরে ছিলেন না অনেকদিনই। তাঁকে ফের কাছে দেখতে পেয়েই আপ্লুত হয়ে যান ধনশ্রী। ২ জনেই নীল রংয়ের মাস্ক পরে ছিলেন।
পাপারাৎজিরাও এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভোলেননি। তারকা দম্পতিকে একসঙ্গে দেখেই তা ফ্রেমবন্দি করেন তাঁরা।
ধনশ্রীর পরনে ছিল একটি আনারকলি। চাহালের পরনে ছিল একটি জিন্স ও কালো টি-শার্ট।
গত বছরই ধনশ্রীকে বিয়ে করেছিলেন চাহাল। ধনশ্রী পেশায় একজন ডাক্তার। এছাড়াও কোরিওগ্রাফারও।
ধনশ্রী ইউটিউবে ভীষণ জনপ্রিয়। নিজের নাচের ভিডিও পোস্ট করেন তিনি। চাহাল ভারতীয় ক্রিকেট দলের সদস্য।
২ জনেই সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। চাহাল তাঁর ট্যুইটারে বাবা, মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন।
চাহালের বাবা তাঁর ভীষণ কাছের। ক্রিকেটে চাহালের পা রাখার মূলেও ছিলেন তাঁর বাবা।
গত বছর ৮ অগাস্ট ধনশ্রীকে বিয়ে করেছিলেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।
নতুন বছরের শুরুতেই এমন নজরকাড়া আউটফিটে ছবি তুলেছিলেন চাহাল- ধনশ্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -