Shahid Kapoor in Airport: কাঁধে ঘুমন্ত ছেলে, বিমানবন্দরে মেয়েকে নিয়ে সস্ত্রীক শাহিদ কপুর
মুম্বই এয়ারপোর্টে সম্প্রতি দেখা গেল শাহিদ কপুরকে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও ২ সন্তান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাহিদের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল তাঁদের ছোট ছেলে। এছাড়া শাহিদের স্ত্রী মীরা ও তাঁদের কন্যা সন্তান মিশাও ছিল।
ছেলে জৈন ও মেয়ে মিশার সঙ্গে স্ত্রীকে নিয়ে বিমানবন্দরে নামার পরেই ক্যামেরাবন্দি হন শাহিদ।
শাহিদ যে একজন পরিণত বাবা, তার প্রমাণ পাওয়া গেল এই ছবি থেকেই, যেখানে ছেলেকে স্নেহের পরশে আগলে রেখেছেন তিনি।
কোভিড বিধি মেনে চলছেন সেলেবরা। শাহিদ ও তাঁর স্ত্রীও মুখে মাস্ক পরেছিলেন। তাঁদের মেয়ে মিশার মুখেও মাস্ক ছিল।
ক্যাজুয়াল ড্রেস আপেই ধরা দিলেন সেলেব্রিটি দম্পতি। শাহিদের চোখে গগলস ও মাথায় টুপি ছিল।
ছোট জৈন অলিভ গ্রিন রঙয়ের একটি ম্যাচিং ড্রেস পরেছিল। তার দিদি মিশার পরনে ছিল গোলাপি টপ, গোলাপি প্যান্ট ও একটি নীল ডেনিম।
ছোট মিশা তার মায়ের হাত শক্ত করে ধরেছিল।
মনে করা হচ্ছে যে এই তারকা পরিবার কোথাও ঘুরতে গিয়েছিল। সেখান থেকেই ফেরার সময় ক্যামেরাবন্দি হন।
২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কপুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -