India's Luxurious Train: দেশের এই বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া কত? কী সুযোগ-সুবিধা রয়েছে?
ভারতে কয়েকটি অত্যন্ত বিলাসবহুল ট্রেন রয়েছে। তার অন্যতম ‘ডেকান ওডিসি’। এই ট্রেনের অন্দরসজ্জা যেমন শিল্পসমৃদ্ধ, কেবিনগুলিও তেমনই রাজকীয়। সঙ্গে রয়েছে রেস্তোরাঁ সহ যাবতীয় সুযোগ-সুবিধা। দিল্লি ও মুম্বই থেকে ছাড়ে এই বিলাসবহুল ট্রেন। এই ট্রেনের ডিলাক্স কেবিনে দু’জনের ভাড়া ৭.৭৯ লক্ষ টাকা এবং প্রেসিডেন্সিয়াল স্যুইটের জন্য দু’জনের ভাড়া ১১.৭ লক্ষ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিহার ও মধ্যপ্রদেশের পর্যটনস্থলগুলিতে চলে বিলাসবহুল ট্রেন ‘বুদ্ধিস্ট সার্কিট স্পেশাল ট্রেন’। বুদ্ধগয়া, রাজগীর, নালন্দার মতো জায়গাগুলিতে যায় এই ট্রেন। এই ট্রেনে গ্রন্থাগার, রেস্তোরাঁ সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এই ট্রেনে এক রাত কাটানোর ভাড়া ১২ হাজার টাকা। সাত দিন ও সাত রাত কাটানোর জন্য দিতে হয় ৮৬ হাজার টাকা।
রাজস্থান পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত প্রথম হেরিটেজ বিলাসবহুল ট্রেন ‘প্যালেস অন হুইলস’। ভারতীয়দের কাছে তো বটেই, বিদেশি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় এই বিলাসবহুল ট্রেন। এই ট্রেনে সাত রাত কাটানোর জন্য ডিলাক্স কেবিনের ভাড়া ৫.২৩ লক্ষ টাকা। সুপার ডিলাক্স কেবিনের ভাড়া ৯.৪২ লক্ষ টাকা।
ভারতের আরও একটি বিলাসবহুল ট্রেন হল ‘গোল্ডেন চ্যারিয়ট’। এই ট্রেনে চড়ে কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দর্শন করা যায়। এই ট্রেনে ১১টি কেবিন রয়েছে। প্রতিটি কেবিনের নাম একেকটি রাজবংশের নামে রাখা হয়েছে। এই ট্রেনের অন্দরসজ্জা ও আসবাব অসাধারণ। এই ট্রেনে আরও অনেক সুযোগ-সুবিধার সঙ্গেই রয়েছে আয়ুর্বেদ স্পা সেন্টার। ‘গোল্ডেন চ্যারিয়ট’-এ ৬ রাত ও ৭ সাত কাটানোর খরচ ৫.৮ লক্ষ টাকা। ৩ রাত ও ৪ দিনের ভাড়া ৩.৩ লক্ষ টাকা।
দেশের অন্যতম সেরা ট্রেন ‘মহারাজা এক্সপ্রেস’। এই ট্রেনে বিশ্বমানের যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়া যায়। প্রেসিডন্সিয়াল স্যুইটে আলাদা লাউঞ্জ, বেডরুম, বিলাসবহুল শৌচাগার ও ডাইনিং রয়েছে। পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ট্রেনটি। ৬ রাত ও ৭ দিনের জন্য ডিলাক্স কেবিনের ভাড়া ৮.৯ লক্ষ টাকা এবং প্রেসিডেন্সিয়াল স্যুইটের ভাড়া ৩৭.৯৩ লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -