Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tokyo Olympics 2020: অলিম্পিক্সে নজরকাড়া পারফরম্যান্স, গল্ফে দেশের নতুন তারকা অদিতি অশোক
অলিম্পিক্সে অদিতি অশোক গল্ফে ভারতের একমাত্র আশা ছিলেন। তবে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগল্ফে প্রথম পদক পাওয়ার আশা পূরণ হল না আর। অল্পের জন্য পদক হাতছাড়া অদিতির।
ব্যাঙ্গালোরের মেয়ে অদিতি তৃতীয় রাউন্ড পর্যন্ত পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন।
অদিতির মা ম্যাশ অশোক এবার ক্যাডির ভূমিকায় রয়েছেন। রিওতে অদিতির বাবা তাঁর ক্যাডির ভূমিকায় ছিলেন।
রিও অলিম্পিক্সে ৪১ নম্বর স্থানে ছিলেন অদিতি। এবার চতুর্থ স্থানে শেষ করলেন।
অলিম্পিক্সে মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ রাউন্ডে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮।
সার্বিকভাবে চার রাউন্ডে অদিতি অশোকের স্কোর ফিফটিন আন্ডার পার ২৬৯।
মাত্র ৫ বছর বয়সে ব্যাঙ্গালোরের অদিতির গল্ফ খেলা শুরু। বাবা, মাও গল্ফ খেলতেন।
মহিলা ইউরোপিয়ান ট্যুর ও এলপিজিএ ট্যুরে খেলার অভিজ্ঞতা রয়েছে অদিতির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -