IND vs SL, Series: আজ লঙ্কা দ্বীপপুঞ্জে ২২ গজের লড়াই শুরু, খোশমেজাজে অনুশীলনে ভারতীয় ক্রিকেটাররা
আজ প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। এই মাঠেই একটু পরে খেলতে নামবে ২ দল। শিখর ধবনের নেতৃত্বে মাঠে নামবে ভারত। (ছবি সৌজন্যে বিসিসআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমবার জাতীয় দলেরর স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঈশান কিষান। ঝাড়খণ্ডের এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান অনুশীলনে তাঁর ক্যাপ্টেনের সঙ্গে হাসিমুখে ছবি তুললেন।
বরাবরই মজা করতে ভালবাসেন ধবন। মাঠে অনুশীলনের ফাঁকে বারবার হালকা মেজাজে এমনই বিভিন্নরকম কৌতুক পোজ দেন তিনি। অনুশীলনের ফাঁকে এমনই ছবি তুললেন ভারত অধিনায়ক।
দলের মিডল অর্ডারে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মণীশ পাণ্ডে। ব্যাটিং লাইন আপে তাঁর দিকেই তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। বোলিং লাইন আপে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরছেন কুলদীপ যাদব।
অনুশীলনের ফাঁকে টিম ইন্ডিয়ার থ্রি মাস্কেটিয়ার্স সূর্যকুমার, চাহাল ও ক্রুণাল। সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যেকেই নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে থাকবেন।
এই প্রথমবার সিনিয়র ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে রাহুল দ্রাবিড়। তাঁর সঙ্গে ধবনের জুটি শ্রীলঙ্কার মাটিতে সাফল্য পাবে, এই আশাতেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -