Mirabai Chanu pics: ইম্ফলের রুপোর মেয়ে, টোকিওয় চানুর হাত ধরেই সূর্যোদয় ভারতের
টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের। ভারোত্তোলনে পদক জিতলেন মীরাবাই চানু। ৪৯ কেজি বিভাগে লড়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারোত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তুলেছিলেন ভারতীয় ভারোত্তোলক।
ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি।
ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ কেজি ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজিতে সাফল্য পান চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি।
মীরাবাই চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সাফল্য নিয়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “আমি মীরাবাই চানুকে অনেক শুভেচ্ছা জানাই। প্রথম দিনেই রুপো জিতে ১৩৫ কোটি ভারতীয়ের মুখে হাসি ফুটিয়েছেন।''
রুপোজয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন মীরাবাই। রূপোর মেডেলটি নিয়ে ক্যামেরার দিকে ফটোসেশনের সময় তাঁর চোখ ছলছল করছিল।
চানুর পদক জয়ের পরই ২১ বছরের অপেক্ষার পর কর্ণম মালেশ্বরীর পর ফের ভারোত্তোলনে অলিম্পিক্স পদক পেল ভারত।
৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তুলে অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি।
ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেও অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন চিনের প্রতিযোগী। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তোলেন চিনের ভারোত্তোলক। যা অলিম্পিক্স রেকর্ড।
ভারোত্তোলক কোচ অনিতা চানুর প্রশিক্ষণে নতুন ইনিংস শুরু হয়েছিল চানুর। আজ পদক জয়ে যেন চানুর জীবনে একটা বৃত্ত পূরণ হল।
ভারোত্তোলনে দেশের গর্ব মীরাবাই চানু একসময় ছোটবেলয়া তিরন্দাজি খেলতে চাইতেন। যদিও পরে সিদ্ধান্ত বদলান।
২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর থেকেই অলিম্পিক্সে তাঁকে পদক জয়ের দৌড়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা।
মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরের গ্রাম নঙ্গপক কাকচিং পরিবারের অভাবী পরিবারের সন্তান মীরাবাঈ ছোট থেকেই স্বপ্ন দেখতেন খেলার ময়দানে নাম করবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -