Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
National Panda Day: সারা বিশ্বে দু’হাজারেরও কম পান্ডা! বিলুপ্তপ্রায় সুন্দর এই প্রাণীটি
আজ জাতীয় পান্ডা দিবস। বিশ্বের অন্যতম সুন্দর এই প্রাণীটি বিলুপ্তপ্রায়। আজ পান্ডা সম্পর্কে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বিশ্বে মাত্র ১,৮৬৪টি পান্ডা জীবিত আছে। তার মধ্যে ১০০টি আছে বিভিন্ন চিড়িয়াখানায়।
অন্য একটি সূত্রে আবার জানা গিয়েছে, সারা বিশ্বে এখন দু’থেকে তিন হাজার পান্ডা জীবিত। তার মধ্যে কয়েকশো পান্ডা চিড়িয়াখানা বা অন্য কোথাও আছে। বাকি পান্ডাগুলি আছে জঙ্গলে।
সুন্দর ও আদুরে চেহারার জন্য পান্ডা বেশিরভাগ মানুষেরই খুব প্রিয় প্রাণী। কিন্তু যেভাবে দিনদিন পান্ডার সংখ্যা কমে যাচ্ছে, তাতে পরিবেশবিদরা উদ্বিগ্ন।
বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা পান্ডা বাঁচানো এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আদতে চিনের বাসিন্দা হলেও, অন্যান্য দেশেও দেখা যায় পান্ডা। তাপমাত্রা তুলনামূলকভাবে কম, এমন জায়গাতে থাকে পান্ডা। দার্জিলিঙের চিড়িয়াখানায় বেশ কয়েকটি রেড পান্ডা আছে।
পান্ডার সারা গায়ের রং সাদা হলেও, চোখের চারপাশ কালো হয়। রেড পান্ডার শরীরের নিচের অংশ কালো হলেও, উপরের অংশ লালচে বাদামি হয়। চোখ, মুখ, গাল ও কান আবার সাদা হয়।
দক্ষিণ-পশ্চিম চিনে বরফে ঢাকা পাহাড় ও জঙ্গল পান্ডার আদি বাসস্থান। সেই কারণেই পান্ডা ও রেড পান্ডার গায়ের রং এরকম। গায়ের রঙের কারণে পান্ডা ও রেড পান্ডা সহজেই পাহাড় ও জঙ্গলে নিজেদের আড়াল করে রাখতে পারে।
পান্ডা সাধারণত বাঁশ গাছ খায়। তবে জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার ফলে পান্ডাদের খাদ্যাভ্যাসে কিছুটা বদল এসেছে।
জঙ্গলে পান্ডারা সাধারণত একা থাকে। প্রতিটি পান্ডা নিজেদের জন্য অঞ্চল নির্দিষ্ট করে নেয়। মিলনের সময় ছাড়া বাকি সময় তারা আলাদাই থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -