One Year Of Farmers’ Protest: কৃষক আন্দোলনের এক বছর পার, আইন প্রত্যাহারের ঘোষণাতেও অনড় বিক্ষোভকারীরা
গতকাল ছিল কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে শুরু হওয়া কৃষক আন্দোলনের বর্ষপূর্তি। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে আন্দোলনকারীরা দিল্লির সিঙ্ঘু, গাজিপুর, টিকরি সীমানায় জড়ো হয়ে বর্ষপূর্তি পালন করেন। টিকরি সীমানায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকদিন আগেই তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশও হয়েছে। তবে এখনই আন্দোলন প্রত্যাহার করতে নারাজ কৃষকরা। ছবি সৌজন্যে পিটিআই
গতকাল কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে মিষ্টি বিলি করা হয়। আন্দোলনকারীরা তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য একে অপরকে অভিনন্দন জানান। ছবি সৌজন্যে পিটিআই
কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, ‘এক বছর ধরে আমরা লড়াই চালাচ্ছি। এই লড়াইয়ে আমরাই জিতছি। ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের অধিকার।’ ছবি সৌজন্যে পিটিআই
সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয়েছে, মহাত্মা গাঁধীর সত্যাগ্রহ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের মতোই কৃষকদের আন্দোলনও স্মরণীয় হয়ে থাকবে। ছবি সৌজন্যে পিটিআই/কমল কিশোর
সিঙ্ঘু সীমানায় এখনও অস্থায়ী ছাউনি বানিয়ে অবস্থান-বিক্ষোভে অনড় কৃষকরা। ছবি সৌজন্যে পিটিআই/কমল কিশোর
কৃষক আন্দোলনে পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশু, বয়স্কদের উপস্থিতিও দেখা যাচ্ছে। ছবি সৌজন্যে পিটিআই/কমল কিশোর
কৃষকদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। ছবি সৌজন্যে পিটিআই
সিঙ্ঘু সীমানায় কৃষকদের আন্দোলনে যোগ দিয়েছেন নিহাঙ্গ শিখরাও। ছবি সৌজন্যে পিটিআই/কমল কিশোর
সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার কৃষকরাও আন্দোলনে সামিল হয়েছেন। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -