Preventing Electrical Shocks : জমেছে জল, বিদ্যুৎঘটিত বিপদ এড়াতে কী করবেন
গত বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা একের পর এক শোনা গিয়েছে। কখনও বাড়ির ভিতরে। কখনও আবার জল জমা রাস্তায়। জওয়াদের জেরে জমা জলে বিদ্যুৎঘটিত আর কোনও দুর্ঘটনা না ঘটে তা নিয়ে সতর্ক পুরসভা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এর পাশাপাশি, নিজেদেরও বিদ্যুৎঘটিত দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য কিছু সাবধানতা গ্রহণ করা আবশ্যক। পদক্ষেপ নেওয়া দরকার বৈকি।
খালি পায়ে ও ভেজা হাতে বিদ্যুতের সুইচে হাত দেবেন না। পরীক্ষা করে নিতে হবে কোনও বিদ্যৎ পরিবাহী তারে লিক আছে কি না।
কোনও সুইচ খারাপ থাকলে দ্রুত পরিবর্তন আবশ্যক। রান্নাঘর বা বাথরুমে বহুসময়ই জল হাত সুইচে দেওয়ার প্রবণতা তৈরি হয়। সেটা কোনও মতেই করা যাবে না। বাড়িতে হাওয়াই চটি পরে থাকার অভ্যেস করুন।
বাড়়িতে আর্থিং ভাল আছে কি না দেখে নিন। বাড়িতে মরিচা পড়া পাইপ থাকলে ফেলে দিন।
মোবাইল ফোন চার্জ দেওয়া অবস্থায় কানে দেবেন না। বিপদ ঘটতে পারে।
ঘরে জল ঢুকলে কোনও মতেই জলে দাঁড়িয়ে সুইচ নেভাবেন না বা জ্বালাবেন না। বিপদ ঘটে যেতে পারে।
জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটবেন না। বাড়িতে কোনও ঝুলন্ত তার থাকলে হাত দেবেন না। ইলেকট্রিশিয়ানকে দিয়ে দ্রুত পরীক্ষা করান।
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই ব্যক্তিকে পায়ে স্যান্ডেল পরে, শুকনো কাঠের টুকরো, বাঁশ, বা লাঠি দিয়ে দূরত্ব বজায় রেখে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে। বাড়িতেও কাঠের লাঠি রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -