Cow: গোয়াল না, শোবার ঘরেই গরু-বাছুরদের রাখেন রাজস্থানের এই মহিলা
গরু-বাছুরদের নিজের ঘরে রেখে সন্তানের মতোই আদর-যত্ন করছেন রাজস্থানের যোধপুরের সুভাষ নগরের এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাড়ি ‘কাউ হাউস’ নামে জনপ্রিয় হয়ে উঠেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মহিলার নাম সঞ্জু কাওয়ার। তিনি জানিয়েছেন, সবাই মন্দিরে গিয়ে শিবঠাকুরের বাহন নন্দীর পুজো করলেও, রাস্তাঘাটে গরু-ষাঁড় দেখলে দূরে সরে যায়। তিনি এই মতে বিশ্বাস করেন না।
এই মহিলা আরও জানিয়েছেন, গরু গৃহপালিত প্রাণী, কারও ক্ষতি করে না। উল্টে বাড়িতে গরু পুষলে বাস্তুদোষ কেটে যায়।
গরু অনেকের বাড়িতেই আছে। তবে তাদের রাখা হয় গোয়ালে। কিন্তু রাজস্থানের এই মহিলা মানুষের মতো করেই গরু-বাছুরদের রাখেন।
এক দশক ধরে নিজের বাড়িতে গোপালন করছেন এই মহিলা। সারাদিন পোষ্যদের যত্ন করতেই সময় কেটে যায় তাঁর।
আপন সন্তানের মতো করেই গরু-বাছুরদের যত্ন করছেন এই মহিলা। অনেকেই তাঁর এই গো-প্রেম দেখতে ভিড় জমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -