'আজকের দিনে মা তারা কাউকে খালি হাতে ফেরান না' বিশ্বাসে বুক বেঁধে তারাপীঠে ভক্তের ঢল
আজ তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়। তাই রান্নার দায়িত্বে আছেন ২০ জন ঠাকুর। দুপুর ১.৩৮ এ অমাবস্যা পড়ছে । তারপর থেকে পুজো চলবে সারাদিন রাত। রাত ১০ টায় অমাবস্যার নিশি পুজো অনুষ্ঠিত হবে। রাতে বিশেষপুজো। মধ্যরাতে শয়ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুপুর ১ টায় ভোগ নিবেদন হবে। ভোগে থাকবে পাঁচ ভাজা, পোলাও, খিচুড়ি, শোল মাছ, মিষ্টি। আজকের ভোগে শোল মাছ আবশ্যিক।
মন্দিরের অন্যতম সেবায়েত শ্রী গোলক মহারাজ জানালেন, ভোর সাড়ে ৫ টায় মঙ্গল আরতি হয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে গর্ভগৃহে দর্শন। তবে সবকিছুই হচ্ছে কোভিড প্রোটোকল মেনে।
এই নদে স্নান করে আজ তন্ত্রপীঠে পুজে দিলে 'মা' কাউকে নিরাশ করেন না, বলেই বিশ্বাস। এই নদকে দ্বাপরের গঙ্গা বলা হয়। এখানে স্নান করলে কুম্ভ স্নানের পুণ্যার্জন হয়।
তারাপীঠের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদ। এখানকার প্রসিদ্ধ শ্মশানের পাশেই নদ। এখানে স্নান করা অবশ্য কর্তব্য।
তারাপীঠ কিন্তু কোনও সতীপীঠ নয়। এই ভ্রম অনেকের মনেই আছে। তারাপীঠ আসলে তন্ত্রপীঠ। আজ শ্যামা রূপে পূজিতা হন মা-তারা । তারারই একটি রূপ শ্যামা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -