ওজন বেশি, টেলিভিশন শো থেকে যখন বাদ পড়়েছিলেন কপিল শর্মা
কপিল শর্মা সম্প্রতি এই বিষয়ে আর জে নিশান্তকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন একবার তাঁকে ঝলক দিখলা জা-তে সঞ্চালক হিসেবে ডাকা হয়েছিল। যখন কপিল শর্মা অফিসে পৌঁছেছিলেন, তখন তাঁকে বলা হয়েছিল যে মণীশ পল তাঁর সহ সঞ্চালক। কপিল রাজিও হন। এরপর তাঁকে বিবিসি প্রোডাকশন হাউসে পাঠানো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা আজ প্রতিটি বাড়িতে হাসির রাজা হয়ে গিয়েছেন। তাঁর জনপ্রিয় শোয়ের নাম 'দ্য কপিল শর্মা শো'।
কপিল জানালেন, ঝলক দিখলা জা -তে সম্মতি দেওয়ার পর যখন তিনি বিবিসি স্টুডিওতে পৌঁছন, তখন তার স্থূলতা নিয়ে অনেকে অনেক কথা বলতে থাকেন। কপিল শর্মাকে বলা হয়েছিল যে, আপনি খুব মোটা, কিছু ওজন কমান।
এরপর কপিল শর্মা নিজেকে বদলানোর ভাবনা চিন্তা শুরু করেন। চ্যানেলের লোকজনদের সে বিষয় জানানও। চ্যানেলের পক্ষ থেকেও কপিলের কথায় সম্মতি দেওয়া হয়। এরপরই কপিল একটি নতুন কমেডি শো করার ভাবনা মাথায় আনেন।
চ্যানেলের পক্ষ থেকে কপিল শর্মার আইডিয়া পছন্দ হয়। কপিল শর্মাকে অনুষ্ঠানের ফর্ম্যাটের ধারণা দিতে বলা হয়। কপিল এর জন্য দুই দিন সময় চেয়েছিলেন।
বাড়িতে যাওয়ার পরে, কপিল তাঁর শো সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছিলেন এবং দেখেছিলেন তিনি কী করতে পারেন।
কপিল যখন এই শোটির পাইলট প্রজেক্ট শ্যুট করেছিলেন, তখন এর সময়কাল ছিল ১২০ মিনিট এবং চ্যানেল এই শোটি করতে চেয়েছিল মাত্র ৭০ মিনিট।
সাক্ষাৎকারের সময়, কপিল বলেছিলেন যে প্রাথমিক দিনগুলিতে এই শোটির মাত্র ২৫ টি পর্ব তৈরি করা হয়েছিল, কিন্তু পরে মানুষ এটিকে এতটাই পছন্দ করেছিল যে এর পর্বগুলি বাড়তে থাকে। কমেডি নাইটসের পর এই শো টিভিতে আসতে শুরু করে 'দ্য কপিল শর্মা শো' নামে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -