Dhanashree Verma Photo: নজরকাড়া লুকসে বলি অভিনেত্রীদেরও হার মানাবেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী
ধনশ্রী ভর্মা। পেশায় একজন চিকিৎসক। তবে তিনি জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী হিসেবে। (সব ছবি সৌজন্যে ধনশ্রী ভার্মার সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছর যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিয়ে হয় ধনশ্রীর।
পেশায় চিকিৎসক হলেও একজন কোরিওগ্রাফার হিসেবেও ধনশ্রীর পরিচিতি রয়েছে।
আইপিএল খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন চাহাল। তাঁর সঙ্গে সেখানেই রয়েছেন ধনশ্রী।
বিভিন্ন পোশাকে তাঁর লুকস, তাঁর রুপের ছটা হার মানাবে বলি অভিনেত্রীদেরও।
আরসিবির সমর্থনে, আরসিবির ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন ছবি দেখা গিয়েছে ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায়।
নিজে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ধনশ্রী। নিজেই সব ছবি পোস্ট করেছেন তিনি।
বরাবরই স্টাইল সচেতন ধনশ্রী স্ট্যান্ড থেকে গলা ফাটিয়েছেন আরসিবির হয়ে।
চোখে রোদ চশমা পরিহিত ধনশ্রীকে অসাধারণ লাগছে ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -