Amrit Bharat Train: বাংলা জুড়বে অমৃত ভারত ট্রেনে! কী কী রয়েছে এই বিশেষ ট্রেনে?
বন্দে ভারতের পরে এবার অমৃত ভারত। নতুন বছরের আগেই দেশবাসী পাবে নতুন ২ টি ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ ডিসেম্বর দেশকে প্রথম দুটি অমৃত ভারত ট্রেন উপহার দেবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশকে বন্দে ভারত উপহার দেওয়ার পর এখন শীঘ্রই দেশে অমৃত ভারত ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং রুটও রয়েছে।
অমৃত ভারত দেখতে কমলা রঙের। একাধিক আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনের। অন্দরসজ্জাও ঝাঁ-চকচকে।
দেশের প্রথম অমৃত ভারত ট্রেনটি বিহারের অযোধ্যা থেকে দ্বারভাঙ্গার মধ্যে চালানো হবে বলে জানানো হয়েছে।
দ্বিতীয় অমৃত ভারত ট্রেনটি বেঙ্গালুরু এবং মালদার মধ্যে চলবে। ফলে বাংলা অমৃত ভারত ট্রেন পাচ্ছে, যা রাজ্যের রেল রুটে নতুন পালক যুক্ত করতে চলেছে।
এই ট্রেনের উদ্বোধনের আগে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লি স্টেশনে এই ট্রেনটি পরিদর্শন করেছেন।
রেলমন্ত্রী জানিয়েছেন, বন্দে ভারত-এর মতো এই ট্রেনেও পুশ-পুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্রেনের গতি ১০০ কিমি- প্রতি ঘণ্টায় পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। ঘণ্টায় সর্বাধিক ১৩০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন।
অমৃত ভারত ট্রেনে ৮টি সাধারণ কোচ, ১২টি দ্বিতীয় শ্রেণীর থ্রি টিয়ার স্লিপার কোচ সহ মোট 22টি কোচ থাকবে। এতে একসঙ্গে প্রায় ১৮০০ যাত্রী যাতায়াত করতে পারবেন।
ট্রেনের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এই ট্রেনে আধুনিক টয়লেট, সেন্সর ওয়াটার ট্যাপ, মেট্রোর মতো ঘোষণার সুবিধা থাকছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -