APJ Abdul Kalam Death Anniversary: প্রাক্তন রাষ্ট্রপতির ষষ্ঠ প্রয়াণ দিবস, মিসাইল ম্যানের দশ অনুপ্রেরণামূলক বাণী
তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, লেখক ও সমাজবিদ। ২০১৫ সালের ২৭ জুলাই প্রয়াত হন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। নিজের অভিজ্ঞতা এবং জীবন দর্শন থেকে তিনি রেখে গিয়েছেন একাধিক বাণী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটি ভালো বই একশো ভাল বন্ধুর সমান, কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরির সমান।
প্রত্যেকের সমান প্রতিভা নেই। কিন্তু প্রত্যেকের প্রতিভার আত্মপ্রকাশের জন্য সমান সুযোগ আছে।
প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।
স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও।
সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।
আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়লে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়।
জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে।
ফেল করে হতাশ হয়েও না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। ব্যর্থতাই সফল হওয়ার রাস্তা দেখাবে।
তোমার সর্বশেষ ভুলই তোমার জীবনের সেরা শিক্ষক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -