Ayodhya Ram Mandir: প্রায়শ্চিত্ত দিয়ে শুরু, অধিবাস পর্বের পরই মূল অনুষ্ঠান, প্রাণপ্রতিষ্ঠার আগে ঠাসা সূচি অযোধ্যায়
বহু প্রতীক্ষীত রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। আগামী ২২ জানুয়ারী নবনির্মিত মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ‘রামলালা’ অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানও রয়েছে ওই একই দিনে। সেই উপলক্ষে সাজ সাজ রব অযোধ্যায়। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহু প্রতীক্ষীত রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। আগামী ২২ জানুয়ারী নবনির্মিত মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ‘রামলালা’ অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানও রয়েছে ওই একই দিনে। সেই উপলক্ষে সাজ সাজ রব অযোধ্যায়। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে জানানো হয়েছে, শাস্ত্রীয় বিধিনিয়ম মেনে, পৌষ মাসের শুক্ল কুর্ম দ্বাদশীতে, বিক্রম সম্বত ২০৮০-র বৈকালিক অভিজিৎ মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠার মূল অনুষ্ঠান রয়েছে। তার আগে আগামী ছ’দিন ধরে বাকি সংস্কারানুষ্ঠান সেরে ফেলা হবে। কোন দিন কী অনুষ্ঠান, তার দিনলিপি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে জানানো হয়েছে, শাস্ত্রীয় বিধিনিয়ম মেনে, পৌষ মাসের শুক্ল কুর্ম দ্বাদশীতে, বিক্রম সম্বত ২০৮০-র বৈকালিক অভিজিৎ মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠার মূল অনুষ্ঠান রয়েছে। তার আগে আগামী ছ’দিন ধরে বাকি সংস্কারানুষ্ঠান সেরে ফেলা হবে। কোন দিন কী অনুষ্ঠান, তার দিনলিপি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
১৯ জানুয়ারি, শুক্রবার (বিকেল): ধন্যধিবাস। ২০ জানুয়ারি, শনিবার (সকাল): শর্করাধিবাস, ফলাধিবাস। ২০ জানুয়ারি, শনিবার (বিকেল): পুষ্পাধিবাস। ২১ জানুয়ারি, রবিবার (সকাল): মধ্যাধিবাস। ২১ জানুয়ারি, রবিবার (বিকেল): সহ্যধিবাস। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সাধারণত সাতটি অধিবাস পালিত হয়, সর্বনিম্ন তিনটি আধিবাস পালিত হয়। যাবতীয় আচারানুষ্ঠানের দায়িত্বে রয়েছেন ১২১ জন আচার্য। শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় রয়েছেন তদারকির দায়িত্বে। তাঁর নির্দেশ অনুযায়ীই সবকিছু সম্পন্ন হবে। শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়কে সহায়তা করবেন কাশীর প্রধান আচার্য শ্রী লক্ষ্মীকান্ত দীক্ষিত। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণপ্রতিষ্ঠার মূল অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে অংশ নেবেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিশিষ্ট জনেরা। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে বিভিন্ন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের আচার্য, বিভিন্ন ধর্ম, সংস্কৃতির প্রতিনিধি, সাধু, সন্ত, মহন্তরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জনজাতি, এবং উপজাতি সম্প্রদায়ের তরফে উপস্থিত থাকবেন ৫০ জনের বেশি প্রতিনিধি। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
দেশের ইতিহাসে এই প্রথম পাহাড়, জঙ্গল, উপকূল, দ্বীপ অঞ্চলে বসবাসকারী মানুষদের প্রতিনিধিরা সমবেত হতে চলেছেন বলে দাবি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্র হয়ে উঠছে বলেও দাবি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের। শৈব, বৈষ্ণব, শাক্ত, গণপত্য, পাটিয়া, শিখ, বৌদ্ধ, জৈন, শঙ্কর, রামানন্দ, দশনাম, রামানুজ, নিম্বার্ক, মাধব, বিষ্ণুনামী, রামসানেহি, ঘিসাপন্থ, গরিবদাসী, গৌড়ীয়, কবীরপন্থী, বাল্মীকি, শঙ্করদেব (অসম), মাধব দেব, ISKCON, রামকৃষ্ণ মিশন, চিন্ময় মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, গায়ত্রী পরিবার, অনুকুল চন্দ্র, ঠাকুর পরম্পরা, ওড়িশার মহিমা সমাজ, অকালি, নিরঙ্কারী, পঞ্জাবের নামধারী, রাধাসোয়ামি, স্বামীনারায়ণ, বরকরী, বীর শৈব, সব ধারার সংস্কৃতির মেলবন্ধন ঘটবে বলে জানানো হয়েছে। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
রামমন্দিরের গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠার মূল অনুষ্ঠান সম্পন্ন হলে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দর্শন সারবেন। অযোধ্যা তো বটেই, গোটা দেশে রামমন্দির উদ্বোধন ঘিরে উৎসাহ চোখে পড়ছে বলে জানিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। বিভিন্ন রাজ্য থেকে এখনও সোনা, রুপো, রত্ন, গহনা, জামাকাপড়, উপহারসামগ্রী এসে পৌঁছচ্ছে বলে জানিয়েছে তারা। ছবি: শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -