President Ramnath Kovind’s Bangladesh Visit: মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী, ঢাকায় অনুষ্ঠানে যোগ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
ঢাকার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকালই তিনদিনের সফরে ঢাকায় পৌঁছন রাষ্ট্রপতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। একই সঙ্গে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষ।
বিজয় দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওপার বাংলায়। সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের আমন্ত্রণে রামনাথ কোবিন্দের প্রথম ঢাকা সফর। সেখানে তিনি জানান, প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের একটা বিশেষ জায়গা রয়েছে।''
৩২ নম্বর ধানমন্ডি রোডে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন এবং জাদুঘর পরিদর্শন করেন। সেখানে শেখ মুজিবের মুরালের সামনে ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি।
ওই বাড়িতেই নিহত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা তথা বঙ্গবন্ধু। মুজিবর রহমানের আরেক মেয়ে শেখ রেহানা রাষ্ট্রপতিকে বাড়ি ও জাদুঘর ঘুরিয়ে দেখান।
আজ ‘মহাবিজয়ের মহানায়ক’ নামে একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন কোবিন্দ। রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধনও করতে পারেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ সফরের একাধিক ছবি ট্যুইট করেছেন রাষ্ট্রপতি। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা প্যারেড গ্রাউন্ডে এদিন উপস্থিত হয়েছিলেন তিনি।
গতকাল রাতে রাষ্ট্রপতির জন্য একটি নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় সেখানে।
নৈশ ভোজে যোগ দিয়ে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে।
রাষ্ট্রপতি ভবনের নিজস্ব পাকশালায় তৈরি মিষ্টি, কেক, বিস্কুট রাষ্ট্রপতি নিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -