Aadhar Card link: মমতা প্রশাসনের বড় পদক্ষেপ, এবার বাড়িতে বসেই রেশন-আধার লিঙ্ক করুন
খাদ্য ও সরবরাহ দফতর থেকে বলা হয়েছে, যেকোনও রেশন দোকানে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন গ্রাহক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি দুই কার্ডে লিঙ্ক করাতে সোশ্যাল মিডিয়ায় পথ দেখিয়েছে রাজ্য সরকার। জেনে নিন কীভাবে করবেন এই কাজ।
প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে https://food.wb.gov.in/ সাইটে যেতে হবে রেশন কার্ড হোল্ডারকে। দ্বিতীয় ধাপে Link Ration Card with Aadhaar Card-এ ক্লিক করতে হবে।
এবার রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর জমা দিন। এখানে সবিস্তারে দেখে নিজের পরিষেবা বেছে নিন। এই পর্বে এ ও বি অপশন দেওয়া থাকবে। আপডেট করুন আধার ও মোবাইল নম্বর। এখানে সবকিছুর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে 'ওটিপি' সাবমিট করুন।
খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে, এই বিষয়ে আরও তথ্য বা কোনও অভিযোগ থাকলে ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক।
সম্প্রতি ট্যুইট করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। যেখানে আধারের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) কীভাবে লিঙ্ক করাবেন তা বলে দিয়েছে খাদ্য দফতর।
খাদ্য ও সরবরাহ দফতর থেকে বলা হয়েছে, যেকোনও রেশন দোকানে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন গ্রাহক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -