বেশি মাইলেজ চান? পেট্রোলচালিত এসইউভি দেখে নিন
এখন পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে সবাই চিন্তিত। অনেকেই আজকাল পেট্রোলচালিত এসইউভি ব্যবহার করছেন। স্বাভাবিকভাবেই তাঁরা মাইলেজ নিয়ে চিন্তায়। সেই কারণেই বেশি মাইলেজ, পেট্রোলচালিত এমন এসইউভি-র খোঁজ করছেন অনেকে। দেখে নেওয়া যাক ভারতে বেশি মাইলেজযুক্ত পেট্রোলচালিত এসইউভি কী কী রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেনল্ট কিগার- এই গাড়িতে মাইলেজ প্রতি লিটারে ২০ কিলোমিটার। পেট্রোলচালিত এসইউভি-গুলির মধ্যে এখন অন্যতম সেরা কিগার।
নিসান ম্যাগনাইট- কিগারের মতোই ম্যাগনাইটেও মাইলেজ প্রতি লিটারে ২০ কিলোমিটার। টার্বো পেট্রোল ম্যানুয়াল মেনে চললে বেশি সুবিধা পাওয়া যায়। অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ম্য়াগনাইট।
কিয়া সনেট- এই গাড়িটিও বেশ জনপ্রিয়। এই গাড়িটিতে টার্বোর পাশাপাশি নন-টার্বো ইঞ্জিনও রয়েছে। মাইলেজ প্রতি লিটারে ১৮ কিলোমিটার। কিগার ও ম্যাগনাইটের তুলনায় মাইলেজ কিছু কম হলেও, সনেটে অন্যান্য় সুযোগ-সুবিধা বেশি থাকায় অনেকেই এই গাড়িটি পছন্দ করছেন।
হুন্ডাই ভেন্যু- সনেটের মতোই এই গাড়িতেও মাইলেজ প্রতি লিটারে ১৮ কিলোমিটার। তবে কোন রাস্তায়, কীভাবে গাড়ি চালানো হচ্ছে, তার উপর মাইলেজ নির্ভর করছে। মাইলেজ কিছুটা কম হলেও, ডিজাইন ও স্পেসের কম্বিনেশন দারুণ। এই গাড়িটিতে প্যাডল শিফটারও রয়েছে।
মারুতি ব্রেজা- মারুতির এসইউভি-গুলির মধ্যে ব্রেজাই সবচেয়ে ভাল। মাইলেজ প্রতি লিটারে ১৮.৭ কিলোমিটার। টার্বো ইঞ্জিনের সুবিধা না থাকলেও, অন্য়ান্য অনেক ফিচার্স থাকায় গাড়িটি বেশ ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -