Rahul Gandhi : গায়ে নেই জ্যাকেট, মাথায় নেই ছাতা, তুষারে ভিজেই ভারত জোড়ো যাত্রা শেষ করলেন রাহুল
আজই শেষ হল রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রা। অন্তিম দিনের আগে রবিবার জাতীয় পতাকা উত্তোলন করেন তিবি শ্রীনগরের লাল চকের ক্লক টাওয়ারে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ ভারতের অন্তিম বিন্দু থেকে গত ৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা । তার শেষ লগ্নে এসে তুষারবৃষ্টিতে ভিজলেন রাহুল। তার মধ্যেই চলল তাঁর বক্তৃতা।
তামিল নাড়ু থেকে এই যাত্রা শুরু হয়। এই যাত্রায় যোগ দিয়েছেন বিভিন্ন রাজ্যের বিদ্বজন, সাধারণ মানুষ ও বিজেপি-বিরোধী রাজনীতিকরা।
৩০ জানুয়ারি শ্রীনগরে এই যাত্রার শেষ দিনে জড়ো হলেন বহু কংগ্রেস সমর্থক।
তুষারপাতের মধ্যেই চলল সভা। শ্রীনগরে যাত্রা শেষে হাজির ছিলেন প্রিয়ঙ্কা গাঁধীও। রাহুল-প্রিয়ঙ্কার উপস্থিতিতে শ্রীনগরে কংগ্রেস দফতরে জাতীয় পতাকা উত্তোলন হয়।
তিনি বলেন, 'আমার ভাই কন্যাকুমারী থেকে ৪-৫ মাস হেঁটে এসেছেন। তাঁরা যেখানেই গিয়েছেন, লোকজন তাদের জন্য বেরিয়ে এসেছেম। কেন? ...'
' কারণ এই দেশে এখনও একটা আবেগ রয়ে গেছে - দেশের জন্য, এই ভূমির জন্য, এর বৈচিত্র্যের জন্য, যা সমস্ত ভারতীয়দের হৃদয়ে বাস করে'
প্রিয়ঙ্কা আরও বলেন, 'আমার ভাই যখন কাশ্মীরে আসছিলেন, আমার মা ও আমাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। '
' রাহুল লিখেছিলেন, মনে হচ্ছে বাড়ি যাচ্ছি। তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা তার জন্য অপেক্ষা করছেন। '
প্রবল তুষারপাতের মধ্যে দাঁড়িয়ে রাহুল গাঁধী বলেন, ' চারজন শিশু আমার কাছে এসেছিল। তারা সম্ভবত ভিক্ষুক ছিল, তাদের গায়ে কোন কাপড় ছিল না...আমি তাদের জড়িয়ে ধরলাম...তারা ঠান্ডায় কাঁপছিল। হয়তো তাদের খাবার নেই। আমি ভাবলাম, যে তারা যদি জ্যাকেট বা সোয়েটার না পরে, আমারও পরা উচিত নয়...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -