Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিসর্জনের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তা নির্দিষ্ট করা হয়েছে, দেখে নেওয়া যাক এক নজরে
আজ বিজয়া দশমী৷ সকাল থেকেই শুরু বিজয়ার প্রস্তুতি।কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা বিসর্জন। তার আগে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, বিসর্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট। আজ প্রায় আঠারোশো প্রতিমা বিসর্জন হওয়ার কথা।বিসর্জনের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তা নির্দিষ্ট করা হয়েছে। দেখে নেওয়া যাক রুটগুলি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিত্তরঞ্জন অ্যাভিনিউ-যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে বিডন স্ট্রিট হয়ে নিমতলা ঘাট স্ট্রিট হয়ে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড।
মহর্ষি দেবেন্দ্র রোড হয়েআহিরীটোলা স্ট্রিট হয়ে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড।
যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে বি কে পাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট স্ট্রিট।
যতীন্দ্রমোহন অ্যাভিনিউ-মদনমোহনতলা স্ট্রিট-রবীন্দ্র সরণি।
রেড রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ-কিংস ওয়ে হয়ে স্ট্র্যান্ড রোড।
রেড রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ-কিংস ওয়ে হয়ে স্ট্র্যান্ড রোড।
হাজরা রোড হয়ে হরিশ মুখার্জি রোড হয়ে বলরাম বসু ঘাট রোড।
রাসবিহারী অ্যাভিনিউ হয়ে কালীঘাট রোড-টালিগঞ্জ রোড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -