করোনা আবহে উৎসবের রং কিছুটা ফিকে, দেখুন শহর কলকাতার বড়দিন উদযাপন
তবে উদ্দীপনায় ঘাটতি পড়েনি। বর্ষবরণের আগে রঙিন শহর কলকাতা-সহ গোটা রাজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে বেশিরভাগ চার্চের ভিতরে সাধারণের প্রবেশে ছিল নিষেধ।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুরের পর থেকে গেট বন্ধ সেন্ট পল্স ক্যাথিড্রালের।
করোনা আবহে উদ্যাপনের রং কিছুটা ফিকে হলেও শহর থেকে জেলায় জেলায় পালিত হল বড়দিন।
পার্ক স্ট্রিটে দেখা যাচ্ছে প্রত্যেক বছরের মতো পরিচিত আলোর মালা।
হালকা শীতের আমেজ গায়ে মেখে উৎসবে-আনন্দে বড়দিনকে স্বাগত জানাল কলকাতা। গির্জায় গির্জায় প্রার্থনা থেকে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, নিক্কো পার্কে মানুষের ভিড়।
সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে জেলার চার্চ-- প্রার্থনা থেকে কেকের স্বাদ-সঙ্গে ক্রিসমাস উদ্যাপন জায়গায় জায়গায়।
বড়দিনে শহরজুড়ে উৎসবের আমেজ৷ মিঠে রোদের সকাল থেকেই শুরু আনন্দ-সন্ধান৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -