Dakshinehswar Temple Photos: 'দর্শনেই শান্তি', করোনা আবহে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আরাধনায় ভক্ত সমাগম
ভোরে মন্দির খোলার পর শুরু হয় মঙ্গলারতি। এরপর ধূপ আরতি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামাজিক দূরত্ব বিধি লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন ভক্তরা। ভিড় এড়াতে ঘিরে দেওয়া হয়েছে নাট মন্দির।
দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন।দুপুর ১টায় হবে ভোগ আরতি। এরপর সন্ধ্যারতি। অন্যবারের তুলনায় এবার ভিড় যথেষ্টই কম। তবে রাতে ভিড় বাড়ার সম্ভাবনা আছেই।
করোনা আবহে কোভিড প্রোটোকল মেনেই হচ্ছে পুজো। পূজারীর মুখে মাস্ক। করোনা আবহে মন্দির চত্বরে তৈরি করা হয়েছে স্যানিটাইজিং টানেল। পরবর্তী ধাপে থার্মাল স্ক্রিনিংয়ের পর মন্দিরে প্রবেশ করতে পারছেন ভক্তরা।
১৮৫৫ সালে রানি রাসমনি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের কালী মন্দির। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনস্থলে পরিণত হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। রামকৃষ্ণের সাধক রূপ এখানে পরিপূর্ণতা লাভ করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -