Kalpataru Utsav: করোনা আবহের ছায়া কল্পতরু উৎসবে, ভক্তহীন দক্ষিণেশ্বর মন্দির, কাশীপুর উদ্যানবাটী
এদিকে ৫ জানুয়ারি সারদাদেবীর পুণ্য জন্মতিথি পালিত হবে মায়ের বাড়িতে। কিন্তু সেদিন ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবন্ধ রয়েছে বাগবাজারে মায়ের বাড়ি।
এর পাশাপাশি, এবার কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। তবে রীতি মেনে চলছে পুজো।
এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে৷
কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷
১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷
সারাদিন ধরে চলবে পুজো। ভক্তিগীতি ও রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হবে।
সকালে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয় কল্পতরু উৎসবের। এরপর বিশেষ যজ্ঞ হবে।
তবে প্রতিবারের মতো প্রথা মেনেই পুজো হচ্ছে।
এবার করোনা আবহে কাশীপুর উদ্যানবাটীতে ঢুকতে পারবেন না ভক্তরা।
বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -