Kolkata Christmas Mood: নিউমার্কেট থেকে কেকের দোকান-- সর্বত্র পরিচিত ভিড়, তবে মন খারাপ বো ব্যারাকের
উৎসব হোক তবে এবারে তা হোক বাড়ির মধ্যে। এবারের পথে নেমে হুল্লোড়টা না হয় তোলা থাক আগামীর জন্য, এমনটাই চাইছেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতের আলসেমি কাটিয়ে নিউমার্কেটে সকাল থেকেই উত্সবপ্রিয় মানুষের ভিড়। কেকের গন্ধে মম করছে গোটা শহর।
করোনা আবহেও ভিড় দেখে আপ্লুত কেক বিক্রেতারা। বললেন, আশা করিনি এত ভিড় হচ্ছে।
বছর খারাপ গেছে , সকলেই চাইছেন ভালোয় ভালোয় শেষ হোক। সবই আশা করছেন, উৎসব পালন করতে।
অন্যদিকে, এবার মন খারাপ বো ব্যারাকের। আলোর মালা আর ক্রিসমাস ট্রিতে প্রতিবারের মতো সাজলেও এবার স্থানীয়রা ছাড়া আমন্ত্রণ জানানো হয়নি কাউকে।
স্থানীয়রা নিজেদের মধ্যে সেলিবেশন, বো ব্যারাক সাজানো হয়েছে জৌলুস কম, বো ফেস্ট হচ্ছে না।
শীত, সান্তার টুপি, বাহারি আলো থেকে কেক সবই আছে। কিন্তু করোনা আবহে বড়দিনের আনন্দ যেন এবার অনেকটাই ফিকে। তবে আনন্দ উৎসবের কেনাকাটায় ছেদ পড়েনি একটুও।
করোনা আবহে এবার মধ্যরাতের প্রার্থনা হচ্ছে না ব্যান্ডেল চার্চেও। ফাদার ফ্যান্সিস বললেন, বিশেষ অনুমতি নিয়ে আজ রাত ৯টার প্রার্থনায় যোগ দিতে পারবেন ৫০ থেকে ৬০ জন। এবারের জন্য মাঠে দর্শনার্থীদের প্রবেশও নিষেধ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -