Kolkata Christmas Security: করোনার চোখরাঙানির মধ্যেই এবছর বড়দিন উদযাপন, নিরাপত্তায় নজর পুলিশের
রাত ৯টা থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলিশ অ্যাসিট্যান্স বুথ থাকবে ১৫টি। শহরে মোট পুলিশ পিকেট থাকবে ৯১টি।
নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১১টি ওয়াচ টাওয়ার।
থাকছে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড, রেডিয়ো ফ্লাইং স্কোয়াড। রয়েছে ক্যুইক রেসপন্স টিম।
বড়দিনের নিরাপত্তায় শহরের রাস্তায় থাকবে মোট ৫ হাজার বাহিনী।
পার্ক স্ট্রিটের নিরাপত্তায় থাকবেন ডিসি পদমর্যাদার ৫ জন আধিকারিক।
পার্ক স্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত রাস্তাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
হেলমেটহীন মোটরবাইক আরোহীদেরও ধরা হচ্ছে। হেলমেট না থাকলে, জরিমানার পাশাপাশি, নতুন হেলমেট দিচ্ছে সান্টা, অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
গত কয়েকদিন ধরেই মত্ত গাড়িচালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।
এছাড়াও রয়েছে ১০০টি পুলিশ সহায়তা কেন্দ্র।
বিধি মেনে বড়দিন পালনে প্রস্তুত নাইটক্লাবগুলি। বেশ কিছু নাইট ক্লাবে থাকছে না এন্ট্রি ফি।
করোনা আবহে বড়দিনে নাইট ক্লাব ও পানশালার ক্ষেত্রে থাকছে কিছু নিষেধাজ্ঞা। কোনও নাইট ক্লাবে ডান্সিং ফ্লোর রাখা যাবে না।
প্রতি বছরের মতো এবারও নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি।
রাস্তায় বেরোলেও সকলে যাতে করোনা-বিধি মেনে চলেন, সে ব্যাপারে সাধারণ মানুষের কাছে পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে।
তাই, কোথাও যাতে খুব ভিড় বা জমায়েত না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ।
তবে, এবছর উত্সব-আনন্দে থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস।
বড়দিনের উত্সবকে বরণ করে নিতে তৈরি রাজ্যবাসী। তিলোত্তমার সব পথের অভিমুখ যেন পার্কস্টিটমুখী...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -