চিড়িয়াখানার নতুন সদস্য 'লক্ষ্মী-ছানা' এখন দর্শকদের মধ্যমণি
আবার কখনও অবাক চোখে দেখছে তাকে দেখতে আসা মানুষকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিড়িয়াখানা সূত্রে খবর, শারীরিক দূরত্ব মেনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই কম আসছেন দর্শকরা।
বছর শেষের আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি। শনিবার দর্শকদের সামনে নিয়ে আসা হল এক জিরাফ ছানাকে।
করোনা আবহে প্রায় সাত মাস বন্ধ ছিল আলিপুর চিড়িয়াখানা। গত ২ অক্টোবর দর্শকদের জন্য ফের খুলে দেওয়া হয় দরজা।
চিড়িয়াখানা সূত্রে খবর, নবজাতকের মা লক্ষ্মীরও জন্ম হয়েছিল এখানেই। বর্তমানে জিরাফ পরিবারের সদস্য সংখ্যা ৯।
চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত বলেন, বাচ্চা হয়েছে। শীতকালে আমাদের নতুন অতিথি। ওর স্বাস্থ্য ঠিকঠাক আছে। একে দেখে দর্শকরা খুশি।
কখনও আপন মনে হেঁটে-চলে ঘুরে বেড়াচ্ছে।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, গত ২৭ নভেম্বর একটি পুত্রসন্তান প্রসব করে জিরাফ লক্ষ্মী।
শনিবার আঁতুড়ঘর থেকে বের করে এনে জিরাফ ছানাটির সঙ্গে পরিচয় করানো হল দর্শকদের।
জন্মের পর থেকে গত ৮ দিন ছোট্ট জিরাফটির স্বাস্থ্যের দিকে নজর রাখছিলেন চিকিৎসক ও কর্মীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -