Vijay Diwas 2020: আকাশের বুক চিরে গর্জন বায়ুসেনার সুখোই-১০ যুদ্ধবিমানের, বর্ণাঢ্যভাবে পালিত বিজয় দিবস
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল ভারতীয় সেনাবাহিনীর ৪৯ তম বিজয় দিবস৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার আকাশে উড়ল সুখোই। বায়ুসেনার তিনটি সুখোই-৩০ বিমান গর্জন করতে করতে ত্রিফলা ফর্মেশনে আকাশের বুক চিরে বেরিয়ে যায়।
এদিন ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারক-এ পুষ্পার্ঘ্যের মাধ্যমে ৭১-এর যুদ্ধে প্রাণের বলিদান দেওয়া বীর শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সেনা আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার।
এদিনের অনুষ্ঠানের সূচনা হয় সব ধর্মের প্রথামাফিক মন্ত্রোচ্চারণ ও মিলিটারি ব্যান্ডের সুরের মূর্চ্ছনায়। বায়ু সেনার 'চিতা' কপ্টার থেকে করা হয় পুষ্পবৃষ্টি।
এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কলকাতার আকাশে সুখোই-এর গর্জন।
বাংলাদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেন বহু অতিথি। ভারতের দিক দিয়ে অনুষ্ঠানকে নেতৃত্ব দেন সেনার পূর্বাঞ্চলীয় শীর্ষকর্তা জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ইস্টার্ন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল অনিল চহ্বন।
বিজয় স্মারক-এ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান, বাংলাদেশের মুক্তযোদ্ধা, সামরিক কর্তা ও আগত কর্তারা।
১৬ ডিসেম্বর, ১৯৭১৷ বিকেল সাড়ে চারটে৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আরোরার কাছে আত্মসমর্পন করেন পাক সেনা প্রধান নিয়াজি৷
বিশেষ করে, কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় বিজয় দিবস।
বুধবার ভারতীয় সেনার বিজয় দিবস পলক্ষ্যে ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।
এই বিশেষ দিনটিকে স্মরণ করতে প্রতিবছর ভারত ও বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয়।
মুক্তিযুদ্ধে বিজয়৷ তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর৷ কিন্তু, আজও ম্লান হয়নি স্মৃতি৷
ভারতীয় সেনা ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধা সম্মিলীত যৌথ শক্তির কাছে নতস্বীকার করে পাকিস্তান। আত্মসমর্পণ করে ৯২,২০৮ পাক সেনা। গঠন হয় স্বাধীন বাংলাদেশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -