Christmas 2023: বড়দিনের উৎসবে মিলে গেল কাশ্মীর থেকে কলকাতা, সারা দেশেই পর্যটকের ঢল
বছরশেষের উৎসব শুরু। উইকএন্ড লাগোয়া বড়দিন থেকেই নানা জায়গায় উপচে পড়েছে পর্যটকদের ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থান পর্যটকদের বরাবরের প্রিয় জায়গা। বড়দিনের ছুটিতে জয়পুরের হাওয়া মহলে ভিড় দর্শকদের।
হিমাচল প্রদেশে ঢল নেমেছে পর্যটকদের। ম্যালের রাস্তায় প্রবল যানজট। অটল টানেলেও গাড়ির লাইন।
বড়দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় ছুটির আমেজ। সন্ধে নামতেই পার্কস্ট্রিট, বো ব্যারালে উৎসাহীদের ভিড় টেক্কা দেবে দুর্গাপুজোর ভিড়কেও।
দিল্লির সুপ্রিম কোর্টেও পালিত হয়েছে ক্রিস্টমাস। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বড়দিন উপলক্ষে দিকে দিকে প্রার্থনা। নানা জায়গা সাজানো হয় ক্রিস্টমাস ট্রি, যীশু ও মাতা মেরির মূর্তিতে। আগরতলায় তেমনই একটি ছবি।
কাশ্মীরের শ্রীনগরেও উৎসবের আমেজ। সান্তাক্লজ আর ক্রিস্টমাস ট্রি-তে সাজানো গোটা চত্বর। ফটো তোলায় মনোযোগী এক শিশু।
এই দিন দিল্লিতে নিজের বাসভবনে বড়দিন উদযাপনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই একটি মুহূর্তের ছবি।
বড়দিন পালনের আগে সেজে উঠেছিল হিমাচল প্রদেশের সিমলা শহর। সেখানে চলছে উইন্টার কার্নিভালও।
ডিসেম্বরে এমনিতেই ভিড় উপচে পড়ে মানালিতে। পর্যটকদের চাপে যানজটও হচ্ছে। তার মধ্যেই বড়দিনের সন্ধেয় মানালির মল রোডে পর্যটকদের উৎসব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -