Corona Delta Plus Variant: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ডেল্টা প্লাসে, কোভিডের এই নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে রইল বিস্তারিত
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ওঠার মাঝেই ভারতের করোনাচিত্র নিয়ে ফের নতুন আশঙ্কা। যার নাম ডেল্টা প্লাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার এই নতুন প্রকারভেদেই আশঙ্কা দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। ইতিমধ্যে বিশ্বের ৮০ দেশে খোঁজ মিলেছে যে ভ্যারিয়্যান্টের।
ডেল্টা ভ্যারিয়্যান্ট (B.1.617.2) আরও একবার মিউটেড (K417N) হয়েছে ডেল্টা প্লাস।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোর্তুগাল, সুইৎজারল্যান্ড, রাশিয়া, জাপানের পর এবার ভারতেরও তিন রাজ্যে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোভিড ভাইরাসের যে নতুন প্রকারভেদকে ইতিমধ্যে 'চিন্তার কারণ' হিসেবেই ঘোষণা করে সতর্ক করা হয়েছে।
মধ্যপ্রদেশ, কেরলের পর মহারাষ্ট্রে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের নতুন স্ট্রেন, যা তৃতীয় ঢেউ আনতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল মহারাষ্ট্র সরকার।
ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টটি ৩৫ থেকে ৬০ গুণ বেশি সংক্রামক বলেই জানিয়েছে এইমসের বায়োকেমিস্ট্রি বিভাগ।
করোনাবিধিতে ঢিলেমি দেওয়ার কারণেই ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এইমস অধিকর্তা রণদীপ গুলেরিয়া।
নতুন এই কোভিড ভ্যারিয়্যান্টের জিনোম সিকোয়েন্স বুঝতে ইসাকগ ল্যাবে ইতিমধ্যে দ্রুত পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়ে গিয়েছে।
বৈজ্ঞানিকরা বলছেন, করোনার প্রাথমিক ভাইরাস থেকে প্রায় ১৩ থেকে ১৫ বার মিউটেশন বা অভিযোজনের পর এই অতি সংক্রামক ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টটি রূপান্তিরিত হয়েছে।
তথ্য জানাচ্ছে, চলতি বছরের মার্চ মাসে ইউরোপে প্রথম এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রকারভেদ ধরা পড়েছিল।
বিধি নিষেধ আলগা করা হলেও তাই নতুন আশঙ্কার ভ্যারিয়্যান্টের খোঁজ মেলায় কোভিড সতর্কতাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়েই পালন করা প্রয়োজন বলে মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -