Covid 19: আজ সারা দেশজুড়ে চলছে মকড্রিল, কোভিড সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য মন্ত্রক
ফের চোখ রাঙাচ্ছে করোনা। কতটা তৈরি হাসপাতাল? আজ সারা দেশে মকড্রিলের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে।
দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়েছে।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, RT-PCR পরীক্ষা বাড়াতে হবে। করোনা পজিটিভ হলে তা জিনোম সিকোয়েন্সিং করতে হবে বলে জানা হয়েছে বৈঠকে।
দেশের বিভিন্ন রাজ্যে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট।
দেশের কোভিড পরিস্থিতি নিয়ে সব রাজ্যের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের।
সম্প্রতি দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কোভিডের যাবতীয় পরীক্ষার বাড়ানো এবং জরুরী হটস্পটগুলি চিহ্নিত করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এবার বিশেষজ্ঞরা মনে করছেন, XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী।
এই ভ্যারিয়েন্টের প্রকোপ দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -